X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রন্টি-পিজিতের নতুন গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২১, ১৭:২৬আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ২০:২২

ঈদ উৎসবকে সামনে রেখে প্রকাশ হলো রন্টি দাস ও পিজিত মহাজনের দ্বৈত গানচিত্র ‘তোমার পাগল’।

জি সিরিজের ব্যানারে প্রকাশিত এই গানটি লিখেছেন ও সুর করেছেন পিজিত নিজেই। সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। সাউন্ড ডিজাইন করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

এমন করে আমায় কেন ভালোবাসো হায়/ এসব কথা ভাবতে গেলে ভীষণ কান্না পায়—এমন কথায় সাজানো গানটির ভিডিও নির্মাণ করেছেন অন্তর হাসান। এতে মডেল হয়েছেন আলিফ ও নাইম। সঙ্গে কণ্ঠশিল্পী হিসেবে উপস্থিতি রয়েছে রন্টি-পিজিতের। নির্মিত হয়েছে এস টু পিক্সেলের ব্যানারে।

গানটি প্রসঙ্গে রন্টি দাস বলেন, ‘খুব মিষ্টি একটা গান। পিজিত আমার চট্টগ্রামের ছেলে। বেশ মেধাবী। গানটি সবার ভালো লাগবে আশা করছি।’ 

পিজিত মহাজন বলেন, ‘এটি রোমান্টিক কথার গান। আমি অত্যন্ত আনন্দিত গানটির জন্য জি সিরিজের মতো প্রতিষ্ঠানকে পাশে পেয়েছি। রন্টিদি গেয়েছেন, সুমন দা সংগীত করেছেন- দু’জনের প্রতি আমার কৃতজ্ঞতা। পুরো টিম মিলে একটা ভালো গান উপহার দেওয়ার চেষ্টা করেছি।’

এটি চট্টগ্রামের তরুণ পিজিত মহাজনের ১০ নম্বর মৌলিক গান। ঢাকায় এসে একক ক্যারিয়ার নিয়ে থিতু হওয়ার আগে পিজিত যুক্ত ছিলেন চট্টগ্রামের ব্যান্ড চাটগাঁ’র সঙ্গে। সামনে প্রকাশের অপেক্ষায় আছে রফিকুল আলম, আবিদা সুলতানা, ফেরদৌস ওয়াহিদ ও ফাহমিদা নবীর মতো নন্দিত শিল্পীদের সঙ্গে একটি দেশের গান। নাম ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’।

এদিকে রিয়েলিটি শো থেকে উঠে আসা চট্টগ্রামের আলোকিত কণ্ঠশিল্পী রন্টি দাসও ব্যস্ত রয়েছেন বেশ ক’টি নতুন গানের প্রজেক্ট নিয়ে। করোনার কারণে কনসার্ট বন্ধ থাকলেও ব্যস্ত আছেন টিভি লাইভ শো’তে। ক’দিন আগে বেশ প্রশংসা কুড়ান চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘সাফ রই’ গানটিতে কণ্ঠ দিয়ে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!