X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মে দিবস উপলক্ষে বেনাপোল ও হিলি বন্দরে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল ও হিলি প্রতিনিধি
০১ মে ২০২১, ১২:০০আপডেট : ০১ মে ২০২১, ১২:১০

মহান মে দিবস উপলক্ষে বেনাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। শনিবার (১ মে) সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দর দিয়ে ১৪ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে  দূতাবাস থেকে এনওসি (অনাপত্তিপত্র) নিয়ে আটকে পড়া পাসপোর্ট যাত্রীরা নিজ নিজ দেশে ফিরছেন।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, মে দিবসে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। রবিবার (২ মে) সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, মে দিবসে আমদানি-রফতানি বন্ধ থাকলেও শর্ত মেনে দুই দেশের মধ্যে নিষেধাজ্ঞার আগে যারা গমন করেছিলেন তারা ফিরছেন। তবে ২৬ এপ্রিল থেকে এ পথে নতুন করে পাসপোর্ট যাত্রী যাতায়াত দুই সপ্তাহের জন্য বন্ধ রয়েছে।

জানা গেছে, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৩০০-৪০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে হয়ে থাকে। ভারতে রফতানি হয় ১০০-১৫০ ট্রাক পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আসে প্রায় ১০-২০ থেকে কোটি টাকা।

এদিকে, হিলি স্থলবন্দরের সহকারী ব্যবস্থাপক অশিত স্যানাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ শনিবার মে দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সব বিভাগ বন্ধ রয়েছে। এর ফলে সকাল থেকে বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। একইসঙ্গে বন্দরের ভেতরে পণ্য লোড, আনলোড, ডেলিভারি দেওয়াসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়াও গতকাল সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আগামীকাল রবিবার বন্দর দিয়ে দুদেশের মধ্যে যথারীতি পণ্য আমদানি রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।’

/আইএ/
সম্পর্কিত
শ্রমিক আন্দোলনকে মালিকরা ষড়যন্ত্র বলে প্রচার করেন: সাইফুল হক
মে দিবসে রাজধানীতে জাপার গণমিছিল
নাচ গান কবিতা ও নাটকে আরণ্যকের মে দিবস উদযাপন
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা