X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ প্রায় ছেড়েই দিচ্ছিলেন ডিজেল!

বিনোদন ডেস্ক
০২ মে ২০২১, ১৫:৫৯আপডেট : ০২ মে ২০২১, ১৮:২০

২০ বছর আগের কথা। ‘দ্য ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ দিয়ে হলিউডে যাত্রা শুরু হয়েছিল এক অন্যরকম ফ্রেঞ্চাইজির। আজতক যার আবেদন ফুরোয়নি। এরমধ্যে ভক্তরা পল ওয়াকারকে হারালেও এখনও গতিময় সিরিজটির স্টিয়ারিং ধরে আছেন ভিন ডিজেল।

সম্প্রতি এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, প্রথম ছবিটির চিত্রনাট্য পড়ে প্রায় বেঁকেই বসেছিলেন তিনি।

শুরুতে ভিন ডিজেলকে বলা হলো, ছবিটি অবৈধ রেসিংয়ে ভরপুর। আর ডিজেলের চরিত্রটা হলো এমন, যে কিনা কোনও আইনের তোয়াক্কা না করেই গাড়ি হাঁকিয়ে বেড়ায়। চিত্রনাট্যটা পড়ার পর ভিন ডিজেল বারবারই বিভ্রান্তিতে পড়ে যাচ্ছিলেন। ডোমিনক টরেটোর চরিত্রটা তিনি বুঝতেই পারছিলেন না।

পরে চিত্রনাট্যকার ডেভিড এসে তাকে পটালেন বেশ। জানালেন, ডোমিনিকের চরিত্রটা বেশ জটিল। একদম অস্কার পাওয়া ‘ট্রেনিং ডে’ ছবিতে ডেনজেল ওয়াশিংটন যেমনটা ছিলেন, এটাও তেমন। আর তাতেই কাজ হয়। রাজি হয়ে যান ডিজেল।

এ বছর সিরিজের নবম ছবি ‘এফ-৯’ মুক্তি পাচ্ছে জুনে। এরইমধ্যে মুক্তি পেয়েছে ট্রেলার। তাতে আঁচ পাওয়া গেলো, এবারের ছবিতে ডোমিনিকের অতীত তুলে এনেছেন পরিচালক ও চিত্রনাট্যকার জাস্টিন লিন।

/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার