X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মাহমুদউল্লাহ-ইমরুলদের পদচারণায় প্রাণ ফিরলো মিরপুরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২১, ১৮:০৭আপডেট : ০২ মে ২০২১, ১৮:০৭

চলতি মাসের ১৬ তারিখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলঙ্কা দলের। সেই লক্ষ্যে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরো দল একসঙ্গে না থাকলেও ওয়ানডে সিরিজের প্রস্তুতি আজ (রবিবার) থেকেই শুরু হয়েছে। মাহমুদউল্লাহ ও ইমরুলদের পদচারণায় দীর্ঘদিন পর মিরপুরের হোম অব ক্রিকেটে প্রাণ ফিরেছে।

প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটাররা আজ থেকেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু করেছেন অনুশীলন। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাওয়া ক্রিকেটাররা পরে যোগ দেবেন ক্যাম্পে। চলমান টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে দুই-তিন দিন বিশ্রাম নিয়েই তামিম-মুশফিকরা অনুশীলনে নামবেন।

রবিবার দুপুর ২টায় শুরু হওয়া অনুশীলনে যোগ দেন প্রাথমিক দলের ৭ ক্রিকেটার- নাঈম শেখ, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, হাসান মাহমুদ ও সৌম্য সরকার। কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে ব্যাট-বলের অনুশীলন করেছেন ক্রিকেটাররা। এই অনুশীলন দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলের ডেরাতে অনুশীলন করার সুযোগ পেলেন ইমরুল। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সুযোগ মিলেছিল, কিন্তু ব্যাট হাতে নিস্প্রভ থাকায় বাদ পড়ে যান তিনি। এরপর টিম কম্বিনেশনের কারণে আর দলেই জায়গা হয়নি। অবশেষে প্রায় তিন বছর পর ওয়ানডের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন ইমরুল।

এদিকে গত কয়েক সিরিজ ধরে টেস্ট দলের বাইরে থাকা মাহমুদউল্লাহ নিউজিল্যান্ড সিরিজে চোটে পড়েছিলেন। সেই চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন এই অলরাউন্ডার। পাশাপাশি আরেক অলরাউন্ডার মোসাদ্দেকও অনুশীলনে ফিরেছেন। এছাড়া জাতীয় দলে খেলা আল আমিন হোসেন ও মেহেদী হাসান রানা নেট বোলার হিসেবে বোলিং করেছেন।

রবিবার শুরু হওয়া এই ক্যাম্প চলবে ৫ মে পর্যন্ত। এক দিন বিশ্রাম দিয়ে আবার ৭, ৮ ও ৯ মে তিন দিনের ক্যাম্প চলবে। এরপর ১০ থেকে ১৭ মে ঈদের ছুটি দেওয়া হবে। ঈদের ছুটির পর চূড়ান্ত দলে ডাক পাওয়াদের করোনা পরীক্ষা শেষে জৈব সুরক্ষা বলয়ে ঢুকিয়ে তারপর শুরু হবে চূড়ান্ত অনুশীলন।

শ্রীলঙ্কা দলের বাংলাদেশে আসার সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ১৬ মে বাংলাদেশে সফরে আসবে তারা। ২১ মে গড়াতে পারে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচ। আর ২৩, ২৫ ও ২৭ মে অনুষ্ঠিত হবে সিরিজের তিন ওয়ানডে।

প্রাথমিক দল: তামিম ইকবাল, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া