X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ড্রেসিং রুম মিস করেন ইমরুল, আছেন সুযোগের অপেক্ষায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২১, ২০:১৩আপডেট : ০২ মে ২০২১, ২০:২৫

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ওয়ানডে খেলেছিলেন ইমরুল কায়েস। এরপর টিম কম্বিনেশনের কারণে আর দলেই জায়গা হয়নি। অবশেষে প্রায় তিন বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন তিনি। দীর্ঘ বিরতির পর রবিবার জাতীয় দলের তাঁবুতে অনুশীলনের সুযোগ মিলেছে তার। অনুশীলন শেষে ইমরুল জানিয়েছেন ড্রেসিং রুম মিস করার কথা। পাশাপাশি মূল স্কোয়াডে সুযোগের অপেক্ষায় আছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে নির্বাচকরা। সেই তালিকাতে আছেন ইমরুলও। প্রাথমিক তালিকায় থাকা ইমরুল আছেন সুযোগের অপেক্ষায়, ‘আমি কখনও ভাবি না যে জাতীয় দল থেকে বাদ পড়ে গেছি। আমি মনে করি, আমি পাশেই আছি, হয়তো বা পারফর্ম করতে পারলে আবার ফিরে আসবো।’

সঙ্গে যোগ করলেন, ‘আমার জন্য অনেক বড় সুযোগ, আবার নতুন করে শুরুর করার জন্য। আমি নিজেকে ওভাবে প্রস্তুত করছি। আমার যে ঘাটতিগুলো ছিল, এখন আমি এগুলো নিয়ে কাজ করতে পারবো। আমার জন্য অনেক বড় একটা সুযোগ আবারও জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার জন্য।’

জাতীয় দলের ড্রেসিং রুম মিস করেন বলেই কঠোর পরিশ্রমে কখনোই পিছপা হন না ইমরুল, ‘সবসময়ই আমি ড্রেসিং রুমটা উপভোগ করি, অবশ্যই মিস করছি। এজন্যই ড্রেসিং রুমে যাওয়ার জন্য যে অনুশীলনটা দরকার, কঠোর পরিশ্রমটা দরকার, সেটা করে যাই সবসময়।’

২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে ভালোই কাটাচ্ছিলেন তিনি। পেয়েছিলেন দুটি সেঞ্চুরিও। কিন্তু কম্বিনেশনের কারণেই বাদ পড়তে হয়েছিল ইমরুলকে। তারপরও ইমরুল মনে করেন, কখনও কখনও বাদ পড়াটা ক্রিকেটারদের জন্য ইতিবাচক, ‘জাতীয় দলের বাইরে থাকলে যে জিনিসটা হয়, অনেক আপসেট থাকতে হয়। জাতীয় দলের বাইরে থাকলে জায়গাটাকে অনেক মিস করি। তারপরও আমি বলবো যে, কিছু কিছু সময় বাদ পড়াটা ক্রিকেটারদের জন্য ভালো। ওই সময়টা অনেক কিছু শেখা যায়, নিজের ভুলগুলো নিয়ে কাজ করা যায়। আবারও বলছি, আমি কখনোই মনে করি না, আমি জাতীয় দল থেকে বাদ পড়ে গেছি।’

জাতীয় দলের জার্সিতে ৭৮ ওয়ানডে খেলেছেন ইমরুল। নির্বাচকদের ধন্যবাদ দিয়ে তিনি বলেছেন, ‘ধন্যবাদ জানাই (নির্বাচকদের) আমাকে আবারও প্রাথমিক দলে ডাক দিয়েছেন। এটা আমার জন্য অবশ্যই অনুপ্রেরণার।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া