X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মোস্তাফিজের দুর্ধর্ষ বোলিং বাটলারের শতক, উড়ছে রাজস্থান

স্পোর্টস ডেস্ক
০২ মে ২০২১, ২০:৪৬আপডেট : ০২ মে ২০২১, ২০:৫১

দুর্দান্ত সেঞ্চুরি করে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ইংলিশ তারকা জস বাটলার। এরপর বল হাতে আগুন ঝরান ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। ব্যাট-বল হাতে দুর্দান্ত দিন পার করা রাজস্থান রয়্যালস পেয়েছে সহজ জয়। সানরাইজার্স হায়দরাবাদকে ৫৫ রানে হারিয়ে জয়ে ফিরেছে মোস্তাফিজরা। 

টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাটলারের একটি সেঞ্চুরির অপেক্ষা দীর্ঘ দিনের। ১২ বছরের ক্যারিয়ারে ২৮২তম ম্যাচে এসে আক্ষেপ দূর হয়েছে ইংলিশ ব্যাটসম্যানের। আগে ৪৬টি হাফসেঞ্চুরি থাকলেও তার কোনোটি সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি বাটলার। রবিবার তার সেঞ্চুরিতেই ৩ উইকেট হারিয়ে ২২০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করার রাজস্থান। ৬৪ বলে ইংলিশ তারকা খেলেছেন ১২৪ রানের বিধ্বংসী ইনিংস।

এরপর মোস্তাফিজ ও ক্রিস মরিস মিলে হায়দরাবাদকে ১৬৫ রানে থামিয়ে দিয়ে ৫৫ রানের জয় তুলে নেন। বল হাতে দুর্দান্ত দিন পার করেছেন মোস্তাফিজ। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে বাঁহাতি পেসার পেয়েছেন ৩ উইকেট।

রাজস্থানের দেওয়া কঠিন লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিটা ভালোই হয়েছিল হায়দরাবাদের। কিন্তু এরপরই মোস্তাফিজের তোপের মুখে পড়তে হয় ব্যাটসম্যানদের। এদিন অল্পের জন্য আইপিএলে নিজের সেরা বোলিংয়ের রেকর্ডটা ছোঁয়া হলো না তার। ২০১৬ সালে হায়দরাবাদের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। রবিবার ২০ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।

হায়দরাবাদকে হারাতে মোস্তাফিজের পাশাপাশি মরিসের অবদানও যথেষ্ট। দক্ষিণ আফ্রিকান পেসার ২৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে হায়দরাবাদের মেরুদণ্ড ভেঙে দিতে ভূমিকা রাখেন।

এর আগে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে আলোকিত করেছেন বাটলার। আইপিএল ক্যারিয়ারে ৯৫ ও ৯৪ রানে অপরাজিত থাকলেও সেঞ্চুরি পাননি তিনি। সব মিলিয়ে ১০বার ৮০ রান পেরিয়েও আক্ষেপটা ছিল তার। অবশেষে রবিবার সেই আক্ষেপ দূর হয়েছে। হায়দরাবাদের বিপক্ষে পেয়েছেন সেঞ্চুরি। তার অনবদ্য ১২৪ রানের ওপর ভর করেই রাজস্থান বড় সংগ্রহ পায়। ৬৪ বলে ১১ চার ও ৭ ছক্কায় দিল্লিতে ঝড় তোলেন এই ইংলিশ ব্যাটসম্যান। এছাড়া সঞ্জু স্যামসনের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৮।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
বিএনপির কারণে ভিন্ন কৌশল নেওয়ার কথা জানালো আ.লীগ
উপজেলা নির্বাচনবিএনপির কারণে ভিন্ন কৌশল নেওয়ার কথা জানালো আ.লীগ
মাদক-চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের জেরে পল্লবীতে পাভেল হত্যা
৮ জনকে গ্রেফতারের পর ডিবি’র দাবিমাদক-চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের জেরে পল্লবীতে পাভেল হত্যা
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট