X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি আইনজীবী ও মুক্তিযোদ্ধাদের

মুনিয়ার পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি
০২ মে ২০২১, ২২:৫৬আপডেট : ০২ মে ২০২১, ২২:৫৬

ঢাকার গুলশানের এক ফ্ল্যাটে কলেজছাত্রী মোশারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ ও কুমিল্লা মহানগর আইনজীবী কল্যাণ পরিষদ। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে কুমিল্লায় মানববন্ধন করেছে সংগঠন দুটি।  রবিবার (২ মে) পৃথক স্থানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও কুমিল্লা মহানগর আইনজীবী কল্যাণ পরিষদ এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে আইনজীবীরা মুনিয়ার পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

কুমিল্লা জজ কোর্ট প্রাঙ্গণে মহানগর আইনজীবী কল্যাণ পরিষদের মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক পিপি মুস্তাফিজুর রহমান লিটন। বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাহাবুবুর রহমান, অ্যাডভোকেট শহীদুল হক স্বপন ও অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিনসহ অনেকে। বক্তারা বলেন, এটি একটি হত্যাকাণ্ড হলেও মামলা নেওয়া হয়েছে দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে। অথচ মামলা নেওয়ার কথা ছিল নারী ও শিশু নির্যাতন আইনে।

তারা দাবি করেন, ওই কলেজছাত্রীকে নির্যাতনের পরে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, আনভীরের মা এবং আরও এক নারীর নাম উঠে এসেছে। অথচ এই মামলায় আসামি করা হয়েছে মাত্র একজনকে। অন্যদিকে,  ‍মুনিয়া হত্যা মামলা তুলে নেওয়ার জন্য গুম ও খুনের হুমকি প্রদান করা হচ্ছে তার বোনকে। আসামিদের পক্ষ থেকে একাধিক মোবাইল ফোনে হুমকি পেয়ে মুনিয়ার বোন নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। তাই হুমকি দাতাসহ মুনিয়া হত্যায় জড়িত ব্যক্তিদের মামলায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।

এ সময় তারা বিনা খরচে মৃত কলেজছাত্রীর পরিবারকে আইনি সহায়তা দেবেন বলে জানান।

কুমিল্লায় কলেজছাত্রী মুনিয়া হত্যার বিচার দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন।

মুক্তিযোদ্ধাদের মানববন্ধন: এর আগে সকাল ১১টার দিকে কুমিল্লার ছাতিপট্টি এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা শাখা একই ইস্যুতে পৃথক কর্মসূচি পালন করে।

মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহম্মেদ বাবুল দাবি করেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যথাযথ তদন্ত করে দোষী বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

মানববন্ধন কর্মসূচিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মীরাও সংহতি জানায়।

উল্লেখ্য যে, গত ১৯ এপ্রিল ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে কুমিল্লা নগরীর তরুণী কলেজ ছাত্রী মোশারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন মুনিয়ার বোন নুসরাত।

টিএন/
সম্পর্কিত
মুনিয়া ধর্ষণ-হত্যা মামলা: অব্যাহতি পেলেন বসুন্ধরার এমডিসহ ৮ জন
আনভীরকে গ্রেফতারের দাবি জানিয়ে মুনিয়ার পরিবারের মানববন্ধন
মুনিয়া হত্যা মামলা: আসামি মিমের জামিনের আবেদন নামঞ্জুর
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়