X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে সুযোগ না পাওয়ায় বিদায় বললেন পেরেরা!

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০২১, ১৪:৪১আপডেট : ০৩ মে ২০২১, ১৪:৪২

সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতে ২০১৬ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন থিসারা পেরেরা। এতদিন রঙিন পোশাকের ক্রিকেট খেলে সমীহ আদায় করে নিলেও হুট করে বিদায় বললেন আন্তর্জাতিক ক্রিকেটকে। মূলত অভিমানেই এমন সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান এই অলরাউন্ডার!

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সূত্রে জানা গেছে, ৩২ বছর বয়সী পেরেরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা প্রশাসনকে জানিয়েছিলেন। আর এমন সিদ্ধান্তর পেছনে ভূমিকা রেখেছে ওয়ানডে দল থেকে তার বাদ পড়া। সম্প্রতি নির্বাচকরা তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে শ্রীলঙ্কা ওয়ানডে দল থেকে পেরেরাসহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে আসন্ন বাংলাদেশ ও ইংল্যন্ডের মধ্যকার ওয়ানডে সফরের দল থেকে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার বাদ পড়তে যাচ্ছেন।

এসএলসির একজন ঊধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আসন্ন সীমিত ওভারের সফরের জন্য নির্বাচকরা সিনিয়র খেলোয়াড়দের মধ্যে দিমুথ করুণারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, সুরাঙ্গা লাকমাল এবং থিসারা পেরেরাকে বিবেচনা করবেন না। তারা সিনিয়র ক্রিকেটারদের স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

অবশ্য ৩২ বছর বয়সী পেরেরা আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেও ফ্র্যাইঞ্চাজি ভিত্তিক ক্রিকেট চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। চলতি বছরের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই ক্রিকেটারের ওয়ানডেতে দারুণ একটি কীর্তি রয়েছে। ওয়ানডে ক্রিকেটে অন্তত ২ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ ১১২.০৮ স্ট্রাইকরেটের মালিক থিসারা পেরেরা। শেষদিকে নেমে ঝড়ো ইনিংস খেলতে দক্ষ এই অলরাউন্ডার বাংলাদেশের কাছে হুমকির এক নাম। অনেক ম্যাচই তিনি কেড়ে নিয়েছেন বাংলাদেশের কাছ থেকে।

২০০৯ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিলেন পেরেরা। এক বছর পর ২০১০ সালের মে মাসে কুড়ি ওভারের ক্রিকেটে এবং ২০১১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তার। অবশ্য মাত্র ৬টি টেস্ট খেলেই ২০১৬ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ১৬৬ ওয়ানতেতে ১৭৫ উইকেটের পাশাপাশি ২ হাজার ৩৩৮ রান করেছেন তিনি। অন্যদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ৮৪টি ম্যাচ। সেখানে তার সংগ্রহ ৫১ উইকেটের পাশাপাশি ১ হাজার ২০৪ রান।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি