X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

দেশে ফিরলেও বাড়ি যেতে পারছেন না তামিম-মুশফিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২১, ১৭:১৮আপডেট : ০৪ মে ২০২১, ১৭:১৮

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এবং আবারও ব্যর্থতার বোঝায় মাথা নিচু করে ফেরার দৃশ্য। সিরিজ হেরে দেশে ফিরলেও এখনই বাড়ি যেতে পারছেন না ক্রিকেটাররা। রুম কোয়ারেন্টিন সেরে তবে পরিবারের কাছে যেতে পারবেন তামিম-মুশফিকরা।

আজ (মঙ্গলবার) বিকেলে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরে টেস্ট দল। অন্য দেশ থেকে ফেরায় তাদের থাকতে হবে তিন দিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টিনে। তাই পরিবারের সঙ্গে দেখা হতে আরেকটু অপেক্ষা করতে হবে মুমিনুলদের।

আজ সাড়ে ৩টায় বাংলাদেশ দলকে বহন করা বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে সরাসরি বিসিবির নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয়েছে শ্রীলঙ্কা থেকে ফেরা প্রত্যেক সদস্যকে। সেখানে তিন দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন তারা।

তবে হোটেল কোয়ারেন্টিন এড়াতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছিলেন, ‘দেশের করোনা পরিস্থিতিতে ১ তারিখ থেকে সরকার নতুন কিছু নির্দেশনা দিয়েছেন। এর প্রেক্ষিতে আমরা স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে মুখাপেক্ষী হয়েছি যে, দেশে ফেরার পর ক্রিকেটারদের স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা কী থাকবে বা কতদিনের কোয়ারেন্টিন করতে হবে। যেহেতু সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তাই সে বিষয়টি বিবেচনায় রেখেই আমরা স্বাস্থ্য অধিদফতরের কাছে এসব বিষয় জানতে চেয়েছি। তারা এ ব্যাপারে কোনও ভূমিকা নিলে ক্রিকেটারদের আমরা হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে দেবো।’

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১২ এপ্রিল দেশ ছেড়েছিল মুমিনুলরা। দ্বীপ দেশটিতে গিয়ে সাত দিন কোয়ারেন্টিন শেষে মাঠে নামার সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল। এরপর ক্যান্ডিতে প্রথম টেস্ট নিষ্প্রাণ ড্র হলেও দ্বিতীয় টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারতে হয় বাংলাদেশকে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন