X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

১৪ দিনই কোয়ারেন্টিনে থাকতে হবে সাকিব-মোস্তাফিজকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২১, ২০:৩২আপডেট : ০৪ মে ২০২১, ২০:৪৮

সরকারি নিয়ম অনুযায়ী, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হবে। শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্বাস্থ্য অধিদফতরের কাছে আবেদন করেছিল, তাদের কোয়ারেন্টিন কমানো যায় কিনা। আবেদনের প্রেক্ষিতে তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, সাকিব-মোস্তাফিজের কোয়ারেন্টিন কমানোর কোনও সুযোগ নেই।

আগামী ২৩ মে থেকে শুরু হওয়ার কথা শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে আছেন সাকিব ও মোস্তাফিজ। আইপিএল স্থগিত হলেও এই মুহূর্তে তারা আছেন ভারতে। সরকারি নির্দেশনা অনুযায়ী, অতি ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা ভারত থেকে কোনও যাত্রী বাংলাদেশে আসতে পারবেন না। আর আসলেও তাদের কঠোর কোয়েরেন্টিন মেনে চলতে হবে। বর্তমান পরিস্থিতিতে সাকিব-মোস্তাফিজের দেশে ফেরা এবং জাতীয় দলে যোগ দেওয়া নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিসিবি সরকারের নির্দেশনার অপেক্ষায় ছিল।

বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হলে শ্রীলঙ্কা সিরিজ খেলা কঠিন হয়ে যাবে সাকিব-মোস্তাফিজের। কেননা সিরিজ শুরু হওয়ার কথা ২৩ মে থেকে। তাই এ ব্যাপারে করণীয় ঠিক করতে সরকারের নির্দেশনা চেয়েছিল বিসিবি। তাদের সেই আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদফতর নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, ‘সাকিব ও মোস্তাফিজের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। বিসিবির পক্ষ থেকে আমাদের কাছে আবেদন এসেছিল, কিন্তু আমরা না করে দিয়েছি। কারণ নিয়মানুযায়ী ওদের ১৪ দিনের কোয়ারেন্টিন করতেই হবে।’

সঙ্গে তিনি যোগ করেছেন, ‘তারা (বিসিবি) বলেছিল প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন না করে হোম কোয়ারেন্টিন করার জন্য। আমরা বলেছি, ইন্ডিয়ার ক্ষেত্রে এটা করা যাবে না। এ বিষয়ে কেবিনেটের অর্ডার আছে, এটা করতে হবে। কেউ যদি এরপরও চলে যায়, এটা তার দায়িত্বে যাবে। আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কথা বলা আছে। বিষয়টি আমরা তাদের জানিয়ে দেবো।’

এর আগে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছিলেন, ‘তাদের (সাকিব-মোস্তাফিজ) ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে নাকি তিন দিনের কোয়ারেন্টিনেই চলবে? এ ব্যাপারে আমরা সরকারের নির্দেশনা জানতে চেয়েছি। যেহেতু আইপিএলে সাকিব-মোস্তাফিজ এবং জাতীয় দলের খেলোয়াড়রা (শ্রীলঙ্কায়) জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই আছেন, তাদের ক্ষেত্রেও ১৪ দিনের নিয়ম প্রযোজ্য কিনা, আমরা তা জানতে চেয়েছি। সরকার যেভাবে বলবে সেভাবেই আমরা অগ্রসর হবো।’

অবশ্য শ্রীলঙ্কার বাংলাদেশে আসার সূচিটি এখনও চূড়ান্ত হয়নি। তবে বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ১৬ মে বাংলাদেশে সফরে আসবে শ্রীলঙ্কা। ২১ মে গড়াতে পারে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচ। আর ২৩, ২৫ ও ২৭ মে অনুষ্ঠিত হবে সিরিজের তিন ওয়ানডে। পরিকল্পনা অনুযায়ী সফরটি হলে সাকিব ও মোস্তাফিজের জন্য খেলা কঠিন হবে। তবে দুই-একদিনের মধ্যে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশে আসতে পারলে হয়তো মাঠে নামতে পারবেন তারা।

সাকিব এখন আছেন আহমেদাবাদে। আর মোস্তাফিজ স্ত্রীসহ আছেন দিল্লিতে। সাকিব-মোস্তাফিজদের ফিরিয়ে আনার ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি বিসিবিও তৎপর। এ ব্যাপরে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘আমরা অতি দ্রুত সাকিব-মোস্তাফিজকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। যেহেতু সব কিছু বন্ধ, আমাদের বিশেষ ব্যবস্থার মাধ্যমে তাদের ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি আমরা  সাকিব ও মোস্তাফিজের  পরিকল্পনা জানতে চেয়েছি এবং আইপিএল কর্তৃপক্ষের সঙ্গেও আমরা যোগাযোগ করছি।’

/জেএ/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা