X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কি না জানা যাবে দুই সপ্তাহেই!

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০২১, ১৩:৫০আপডেট : ০৫ মে ২০২১, ১৩:৫০

করোনায় ভারতে স্থগিত হয়ে গেছে আইপিএল। এই পরিস্থিতিতে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপও হুমকিতে পড়ে গেছে। পাকিস্তানের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য ডন বলছে, টুর্নামেন্টটি সরে যেতে পারে সংযুক্ত আরব আমিরাতে। এরই মধ্যে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে।

অবশ্য বেশ কয়েক দিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বলেছিল, পরিস্থিতি অনুকূল না হলেই কেবল ভারত থেকে সরে যাবে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ। তখন আরও জানানো হয়েছিল, তাদের বিকল্প পরিকল্পনায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত। তবে বিসিসিআই বলেছিল, ভারত থেকে টুর্নামেন্ট সরে গেলেও সেটি আয়োজনের কর্তৃত্ব থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপরই। 

এখন দ্য ডনের প্রতিবেদন বলছে, ভারতের বর্তমান করোনা পরিস্থিতিতে অক্টোবরে যে টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়, সেটি মানছে আইসিসি ও বিসিসিআই। ডনকে এক সূত্র বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইসিসি কথা বলেছে। এটা নিশ্চিত করতে পারি, ৮০-৯০ শতাংশ বিষয় এরই মধ্যে আলোচনা হয়ে গেছে, এমনকি সেগুলো সমাধানও হয়ে গেছে।’

সেই সূত্র আরও বলেছেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দুই সপ্তাহের মধ্যেই আসতে পারে, ‘এখন আইসিসি ও বিসিসিআই টুর্নামেন্টটি আরব আমিরাতে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্তের চূড়ান্ত পর্যায়ে আছে। আশা করা যাচ্ছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে।’

প্রসঙ্গত, মঙ্গলবার ক্রিকেটারদের করোনা আক্রান্তের খবরে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। করোনা পজিটিভ সদস্য পাওয়া গেছে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস শিবির থেকে।

টুর্নামেন্টটি এমনই এক পর্যায়ে স্থগিত করা হলো যখন নাকি প্রায় অর্ধেক পর্যায়ে পৌঁছে গিয়েছিল। অবশ্য গতবারের আসরটি প্রথমে স্থগিত করা হলেও পরে সেটি আয়োজন করা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতেই।  

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট