X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সাবেক অজি ক্রিকেটারকে অপহরণে জড়িত বান্ধবীর ভাই!

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০২১, ১৫:৫৩আপডেট : ০৫ মে ২০২১, ১৫:৫৩

অপহরণের শিকার হয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল। অবশ্য অপহরণের ঘণ্টাখানেকের মাথায় মুক্তও হয়ে যান বলে জানিয়েছে অস্ট্রেলিয়া পুলিশ।

তবে সাবেক লেগ স্পিনার ও শেন ওয়ার্নের সতীর্থ এই ক্রিকেটারের ভাগ্যে এমন ঘটনাটি ঘটেছে গত মাসে। এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছিল ১৪ এপ্রিল। এরই প্রেক্ষিতে দুই সপ্তাহ ধরে তদন্ত চলছিল। যার ফলশ্রুতিতে বুধবার ঘটনার সঙ্গে সম্পৃক্তদের গ্রেফতার করা হয়। অপহরণকারীরা গিলকে সিডনির উপশহর ক্রেমোর্নের রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছিল। দূরবর্তী একটি স্থানে নিয়ে সেখানে অস্ত্রের মুখে ভীষণ মারধর ও ভয় দেখানো হয় তাকে।     

পরে জানা গেছে, অপহরণকারীদের মধ্যে একজন গিলের পরিচিত। আর সেই ব্যক্তিটি গিলের নতুন বান্ধবীর ভাই! এতদিন বান্ধবীর ভাইয়ের রেস্তোঁরাতেই জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করে আসছিলেন ৫০ বছর বয়সী সাবেক অজি ক্রিকেটার।

শুরুর দিকে গিল এই ঘটনা কাউকেই জানাননি। মানসিকভাবে আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে ৬দিন পর জানান পুলিশকে। এর পরেই পুলিশ গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্তে নামে।

প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলেছেন গিল। উইকেট নিয়েছেন ২০৮টি। ক্যারিয়ার হয়তো আরও বেশি লম্বা হতো, যদি না শেন ওয়ার্নের ছায়ায় ঢাকা পড়তেন!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট