X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ভারতে একদিনে তিন লাখ ৮২ হাজার করোনা শনাক্ত

বিদেশ ডেস্ক
০৫ মে ২০২১, ১৫:৫৯আপডেট : ০৫ মে ২০২১, ১৫:৫৯

ভারতে গত তিন ধরে করোনা সংক্রমণ কিছুটা কমার পর বুধবার ফের বেড়েছে দৈনিক সংক্রমণ। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে আরও তিন লাখ ৮২ হাজার ৩১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবারের তুলনায় এ সংখ্যা প্রায় ২৫ হাজার বেশি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর হিসাব অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত মোট দুই কোটি ছয় লাখ ৬৫ হাজার ১৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে দুই লাখ ২৬ হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের পর শুধু ভারতেই মোট আক্রান্ত দুই কোটির বেশি। ভারতের পিছনে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত এখনও দেড় কোটি ছাড়ায়নি। বিশ্বের বাকি কোনও দেশে এক কোটিও ছাড়ায়নি আক্রান্তের সংখ্যা।

সংক্রমণের মতো গত ২৪ ঘণ্টায় ভারতে মৃতের সংখ্যাও বেড়েছে। এ সময়ে তিন হাজার ৭৮০ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। একদিনে মৃত্যু নিরিখে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো দুই লাখ ২৬ হাজার ১৮৮ জন। মোট মৃত্যুর নিরিখে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই রয়েছে ভারত।

দৈনিক সাড়ে তিন লাখেরও বেশি নতুন শনাক্তের জেরে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। বাড়তে বাড়তে এ সংখ্যা ৩৪ লাখ ৮৭ হাজার পার করেছে। যদিও সপ্তাহখানেক আগে দৈনিক সক্রিয় রোগী বাড়ছিল এক লাখেরও বেশি করে। এখন তা কমে ৪০-৫০ হাজারের ঘরে নেমে এসেছে।

এই পরিস্থিতিতেই চলছে টিকাদান কর্মসূচি। তৃতীয় দফার টিকাদান শুরু হয়েছে গত ১ মে। কিন্তু গত এক সপ্তাহে টিকার ডোজ দেওয়া হয়েছে অনেক কম। গত ২৪ ঘণ্টায় মাত্র ১৫ লাখ ৬১ হাজার ২৬৭ জন টিকা পেয়েছেন। এ নিয়ে ভারতে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৬ কোটিরও বেশি।

/এমপি/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা