X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

অনলাইনে পরীক্ষা নিতে পারে ঢাবি

ঢাবি প্রতিনিধি 
০৫ মে ২০২১, ১৯:৩৬আপডেট : ০৫ মে ২০২১, ১৯:৩৬

আগামী ১ জুলাইয়ের মধ্যে বর্তমান করোনা পরিস্থিতির উন্নতি না হলে চলমান সব সেশনের পরীক্ষা অনলাইনে নেওয়ার প্রক্রিয়া গ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আজ বুধবার (৫ মে) বিশ্ববিদ্যালয় ডিনস কমিটি জরুরি এক ভার্চুয়াল মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. মো. হাসানুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘১ জুলাইয়ের মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি না হলে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন সব পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শুরু করবে। এই মর্মে প্রতিটি অনুষদের ডিনদের অনুষদভিত্তিক কৌশলপত্র প্রণয়নের আহ্বান জানানো হয়েছে। দুই সপ্তাহের ভেতরে এই নীতিমালা প্রণয়নের জন্য বলা হয়েছে।’

দুর্গম এলাকার শিক্ষার্থীদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি সভায় আলোচনা করা হয়েছে।  এটা প্রাথমিক সিদ্ধান্ত। যদি শিক্ষার্থীদের পক্ষ থেকে আপত্তি আসে তাহলে পরীক্ষা স্থগিতও হতে পারে। আর যদি পরীক্ষা নেওয়া হয়, তাহলে দুর্গম এলাকার শিক্ষার্থীদের (যেসব এলাকায় নেটওয়ার্ক ও বিদ্যুতের সমস্যা থাকে) তাদের জন্য মেক-আপ পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হবে। যারা তাও পারবে না, তাদের পরীক্ষা ফিজিক্যালি ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নিয়ে নেওয়া হবে।’

উল্লেখ্য, দেশে গত বছর করোনা সংক্রমণ শুরুর পর ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তবে অনলাইনে ক্লাস চলছে।

এক বছরের বেশি সময় পরে আগামী ১৭ মে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়ার কথা ছিল। তবে সব শিক্ষার্থীর টিকা নিশ্চিত না করা পর্যন্ত হল ও বিশ্ববিদ্যালয় খুলবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত ৩০ এপ্রিল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী।

আরও পড়ুন- ১৭ মে খুলছে না ঢাবির হল

 

/এএইচ/এফএস/
সম্পর্কিত
সাক্ষীতেই আটকে আছে বর্ষবরণে যৌন হয়রানি মামলার বিচার
মঙ্গল শোভাযাত্রা ১৫ মিনিট পেছালো
বর্ষবরণে চারুকলায় শেষ মুহূর্তের ব্যস্ততা
সর্বশেষ খবর
কণ্ঠের সুচিকিৎসা দেশেই সম্ভব: বিএসএমএমইউ ভিসি
কণ্ঠের সুচিকিৎসা দেশেই সম্ভব: বিএসএমএমইউ ভিসি
গরু অথবা মাংস আমদানির বিকল্প কী?
গরু অথবা মাংস আমদানির বিকল্প কী?
ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের
ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের
প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে উদ্যোক্তা হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে উদ্যোক্তা হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট