X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভারতে পাঠানো জরুরি চিকিৎসা সরঞ্জাম পড়ে আছে বিমানবন্দরে

বিদেশ ডেস্ক
০৬ মে ২০২১, ২০:২৭আপডেট : ০৬ মে ২০২১, ২১:৩৭

গত মাস থেকে ভারতে করোনাভাইরাসের সংক্রমণ সুনামি আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে ভারতের সহযোগিতায় এগিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন দেশ। জরুরি চিকিৎসা সরঞ্জাম, ভেন্টিলেটরসহ বিভিন্ন ত্রাণ পৌঁছাচ্ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র গত সপ্তাহের শুরুতে বিমানভর্তি ভেন্টিলেটর, ওষুধ ও অক্সিজেন সরঞ্জাম পাঠায়। রবিবার পর্যন্ত ২৫টি ফ্লাইটে ৩০০ টন সরঞ্জাম শুধু দিল্লিতেই পৌঁছেছে।

কিন্তু করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় যাদের এখনি সহযোগিতা প্রয়োজন তাদের কাছে সেগুলো পৌঁছাচ্ছে কিনা তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

হাসপাতালগুলো থেকে সহায়তার আহ্বান জানানো অব্যাহত থাকলেও বেশ কয়েক দিন ধরে বিমানবন্দরের হ্যাঙ্গারে পড়েছিল কার্গোগুলো। ভারতে পৌঁছার এক সপ্তাহের বেশি পার হলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত সেগুলোর বিতরণ শুরু হয়নি। রাজ্যের কর্মকর্তারা স্থানীয় সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তবে মঙ্গলবার ভারত সরকার এক বিবৃতিতে বিলম্ব হওয়ার বিষয়টি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে একটি বিবৃতি দিয়েছে। তারা দাবি করেছে, এসব ত্রাণ বিতরণের জন্য পদ্ধতিগত মেকানিজম প্রচলন করেছে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দ্রুত সরঞ্জামগুলো বিতরণের জন্য তারা দিনরাত কাজ করা হচ্ছে।

কিন্তু বিভিন্ন হাসপাতাল ও রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখন পর্যন্ত কোনও সরবরাহ পায়নি।

কেরালার স্বাস্থ্য সচিব ড. রাজন খোবরাগাড়ে জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত তারা কোনও ত্রাণ গ্রহণ করেননি। রাজ্যটির মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমদানি করা অক্সিজেন দ্রুত সরবরাহ করার আহ্বান জানিয়েছেন।
কয়েকজন স্বাস্থ্য কর্মকর্তা দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কীভাবে এসব সরঞ্জাম পাওয়া যাবে তা নিয়ে তেমন কোনও যোগাযোগ করেনি।
ভারতের বেসরকারি হাসপাতালগুলোর সবচেয়ে বড় সংগঠন হেলথকেয়ার ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি ড. হার্শ মহাজন বলেন, এগুলো বিতরণ করা হয়েছে বলে কোনও তথ্য পাইনি। মনে হচ্ছে কেউ কিছু জানেন না। দুই তিন জায়গায় যোগাযোগ করেছি, কিন্তু কিছুই জানতে পারিনি। এখনও কিছুই স্পষ্ট না। সূত্র: বিবিসি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা