X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

স্থাপত্যে সুনিপুণ জমিয়াতুল ফালাহ জামে মসজিদ

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
০৭ মে ২০২১, ১০:০০আপডেট : ০৭ মে ২০২১, ১০:০০

বাংলাদেশের যে স্থাপনাশৈলী এখনও বিমোহিত করে চলেছে অগণিত মানুষকে, তার মধ্যে আছে দেশজুড়ে থাকা অগণিত নয়নাভিরাম মসজিদ। এ নিয়েই বাংলা ট্রিবিউন-এর ধারাবাহিক আয়োজন ‘বাংলাদেশের প্রসিদ্ধ মসজিদ’। আজ থাকছে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ।

বাইরে থেকে দেখলেই জুড়িয়ে যায় চোখ। ভেতরে অগণিত খিলান। দৃষ্টিনন্দন খিলানগুলো একেবারে জ্যামিতিক সূত্র মেনে তৈরি। পুরো অবয়বজুড়ে আছে ইসলামিক নকশার ছাপ।

স্থাপত্যে সুনিপুণ জমিয়াতুল ফালাহ জামে মসজিদ

বলছিলাম দেশের অন্যতম ঐতিহাসিক মসজিদ জমিয়াতুল ফালাহ জামে মসজিদের কথা। চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড় হয়ে আগ্রাবাদ যেতেই হাতের বামে পড়বে চোখ ধাঁধানো মসজিদটি। এটি একটি পূর্ণাঙ্গ ইসলামী কমপ্লেক্স। এখানে আছে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত বিশাল লাইব্রেরি। পাঁচতলা মসজিদ প্লাজা ও কমপ্লেক্স। ৩০ হাজার মুসুল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এখানে।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৭৬ সালে সেনা ভূসম্পত্তির ১২ একর জায়গা কর্তৃপক্ষ মসজিদের অনুকূলে চিরস্থায়ী বন্দোবস্ত দিলে সেখানে জমিয়াতুল ফালাহ মসজিদ নির্মাণ করা হয়। এরপর সর্বশেষ ২০০৪ সালের ১৯ এপ্রিল কমপ্লেক্সের সম্প্রসারিত প্রকল্প উদ্বোধন করা হয়। ২০১৩ সালে জাতীয় সংসদে ‘ইসলামিক ফাউন্ডেশন বিল-২০১৩’ পাসের মাধ্যমে এ মসজিদ ও কমপ্লেক্স ব্যবস্থাপনা ইসলামিক ফাউন্ডেশনের আওতায় আনা হয়। এরপর থেকে মসজিদটি ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানেই চলছে।

স্থাপত্যে সুনিপুণ জমিয়াতুল ফালাহ জামে মসজিদ

সুপরিসর সিঁড়ি বেয়ে উঠতে হয় মসজিদে।। নিচতলায় অজুখানা। তার পাশেই নামাজ পড়ার বিশাল জায়গা। শুভ্র পিলারগুলোর পাশে নান্দনিক আকারে সাজিয়ে রাখা হয়েছে জুতোদানি। আলো-বাতাসের চলাচলে এক ধরনের শীতলতা বিরাজ করে ভেতরে।

শুক্রবার ছাড়া অন্য সময় নিচতলায় মুসুল্লিদের দেখা যায় না। দ্বিতীয় তলায় ইমামের মিম্বর। সেখানেই চলে যান মুসুল্লিরা। তৃতীয় ও চতুর্থ তলাও শুক্রবার ছাড়া বলতে গেলে খালি থাকে। একেক তলায় ৫ থেকে ৬ হাজার মুসুল্লি নামাজ আদায় করতে পারেন। শুক্রবার নগরীর বিভিন্ন এলাকা থেকে এখানে নামাজ পড়তে আসেন মুসল্লিরা। ওই দিন কানায় কানায় ভরা থাকে মসজিদটি।

স্থাপত্যে সুনিপুণ জমিয়াতুল ফালাহ জামে মসজিদ

মূল ভবনের সামনে বিশাল মাঠ। ঈদুল ফিতর ও ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় ওই মাঠে। তখন কমপক্ষে ৫০ হাজার মুসুল্লির সমাগম হয় এখানে।

/এফএ/
সম্পর্কিত
বাংলাদেশের প্রসিদ্ধ মসজিদটানা ৯৫ বছর কোরআন তিলাওয়াত হচ্ছে যে মসজিদে
বাংলাদেশের প্রসিদ্ধ মসজিদএখনও স্বমহিমায় শায়েস্তা খাঁর লালমাটিয়া শাহী মসজিদ
খুঁটিতে গুলির চিহ্ন আছে কিশোরগঞ্জের শহীদী মসজিদে
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়