X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হিন্দুদের নির্যাতন ও শ্মশান দখলকারীদের মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২১, ১২:০৫আপডেট : ০৭ মে ২০২১, ১২:০৫

দেশে শ্মশানের জায়গা দখল করে প্রাচীর নির্মাণসহ হিন্দু সম্প্রদায়ের ওপর বিভিন্ন সময়ে হামলার ঘটনার আসামিদের মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার করে শাস্তির দাবি জানানো হয়েছে। শুক্রবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা এসব দাবি জানান।

বক্তারা বলেন, করোনা দুর্যোগের মধ্যেও দেশের হিন্দু সম্প্রদায়ের স্বস্তি নেই। ভোলায় দুই সহোদর ভাই তপন সরকার ও দুলাল সরকার তাদের জমি বিক্রির টাকা চাইলে ভূমি দস্যুরা তাদের নৃশংসভাবে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। ঝিনাইদহের শৈলকুপায় রেখা রাণীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। জমি দখলে বাধা দেওয়ায় লালমনিরহাটে হারাধন রায় ও তার স্ত্রী স্মৃতিরাণীকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। শরিয়তপুরে মিলন মন্ডল, নোয়াখালীর হাতিয়ায় কেশব বাবু, সুবর্ণচরে উৎপল মজুমদার, বগুড়ায় নিখিল চন্দ্র বর্মন, চট্টগ্রামের আনোয়ারায় তিন সন্তানের মাকে ধর্ষণ, নবকরুণাপুর বন বিহার ভাঙচুর ও ভান্তে সহ চার জনকে পিটিয়ে জখম, ঝালকাঠীতে পানের বরজ পুড়িয়ে ছাই করা হয়েছে।

তারা বলেন, শরিয়তপুরের অপু চন্দ্র ও শিশির চন্দ্রের বাড়িতে ও মন্দিরে চিঠি দিয়ে চাঁদা দাবি, অন্যথায় ভারত চলে যাওয়ার হুমকি, কক্সবাজারে ঈদগাঁও এলাকায় হামলা ও ৩০ জনকে পিটিয়ে আহত, সিরাজগঞ্জে মন্দিরের জায়গা দখল করে টয়লেট স্থাপন, কুমিল্লায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় বাবা আহত, ময়মনসিংহ ও দিনাজপুরে মন্দিরে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগ, বোয়ালমারীতে শ্মশানের জায়গা দখল করে প্রাচীর নির্মাণসহ শতাধিক ঘটনা ঘটেছে। তাই এসব ঘটনায় জড়িত আসামিদের মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার করে শাস্তি দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি সুনামগঞ্জের শাল্লায় মিথ্যা মামলায় গ্রেফতারকৃত সুমন দাস আপনসহ ধর্ম অবমাননার অযুহাতে গ্রেফতারকৃত সবার মুক্তি ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, সম্প্রতি ভারতের পশ্চিম বাংলায় নির্বাচন পরবর্তী হিন্দুদের শত শত বাড়িঘরে ব্যাপক হামলা, মন্দির ভাঙচুর, অগ্নি সংযোগ, লুটপাট, ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে। হামলায় হাজার হাজার মানুষ পার্শ্ববর্তী আসাম রাজ্যে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এই ন্যক্কারজনক ঘটনায় কোনও বিবেকবান মানুষ প্রতিবাদ না করে পারে না। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পশ্চিম বাংলার এই ন্যাক্কারজনক ঘটনায় হস্থক্ষেপ, গুণ্ডাদের শাস্তি এবং পশ্চিম বাংলার হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির  সহসভাপতি প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী জয়কৃষ্ণ ভট্টাচার্য, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ম মহাসচিব সুজন দে, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সাজেন কৃষ্ণ বল, সাধারণ সম্পাদক তপু কুহু, প্রচার সম্পাদক রনি রাজবংশী, মিল্টন বসু, অনিক পোদ্দার, সুমন কর্মকার, তাপস হালদার, দীলিপ মণ্ডল, সাগর চন্দ্র বর্মন, বিধান সরকার অর্ঘ্য প্রমুখ।

 

/বিআই/এফএস/
সম্পর্কিত
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ধ্রুব এষ হাসপাতালে
কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়
সর্বশেষ খবর
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ