X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘বাস ছেড়ে কী করলেন?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২১, ১৬:৫০আপডেট : ০৭ মে ২০২১, ১৬:৫০

বাড্ডা থেকে কাওরান বাজারে দেড়ঘণ্টাতেও পৌঁছাতে পারেননি শোভন। চাকরির কারণে করোনার কঠোর বিধিনিষেধের মধ্যেও মুভমেন্ট পাস নিয়ে বের হয়েছেন তিনি।  প্রায় ২০ দিন পর এতটা সময় বসে থাকতে হলো তাকে। গণপরিবহন চালু হওয়ায় ঈদ শপিংয়ে সবাই যেন বের হয়ে এসেছেন। তিনি বলেন, ‘বাস ছেড়ে দেওয়ায় মানুষ বের হওয়ার সুযোগ পেয়ে গেলো, কারোর মাথায় আর করোনা নেই। এটা খুব ভালো সিদ্ধান্ত হলো কিনা বিশেষজ্ঞরা বলতে পারবেন। কিন্তু ভিড় দেখে আমার ভয় করছে।’ মুভমেন্ট পাস দেখিয়ে তিনি আরও বলেন, ‘এসবের আর কী দরকার সেটাই বুঝছি না।’

কলাবাগান থেকে নিউমার্কেট পৌঁছাতে পৌনে একঘণ্টা লেখেছে শফিউর রহমানের। গাড়ি যেন নড়তেই চায় না। রাস্তার দুই ধারেই গাড়ি দাঁড়িয়ে আছে। নেমে যে হেঁটে যাবেন গন্তব্যে সেই উপায়ও নেই। করোনার কারণে রাস্তায় নেমে পড়া নিরাপদ মনে করেননি। পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে অপেক্ষায় থেকেছেন ঘণ্টার পর ঘণ্টা।

ভিড় দেখে মহামারিকাল বুঝার উপায় নেই

ধানমন্ডি ২৭ নম্বর  দিয়ে মিরপুর রোডে বের হবেন সামিন। ওইটুকু পথে চারবার সিগন্যাল পড়লো। কোনো মতে মিরপুর রোডে উঠে সায়েন্সল্যাবের দিকে রওনা হতে দেখেন, ফিরতি পথে সব গাড়ি স্টার্ট বন্ধ করে বসে আছে। এলিফ্যান্ট রোড পর্যন্ত চারটা সিগন্যালের প্রত্যেকটিতে  অপেক্ষা করে দেড়ঘণ্টা পর বাটার সিগন্যালে পৌঁছাতে পেরেছেন। তিনি বলেন, ‘আমার মনে হলো, বাস এখনও সব নামেনি। কিন্তু মানুষ যে হারে রাস্তায় নেমেছে, তাতে মনেই হচ্ছে না কোনও মহামারির মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাদের।’

শুক্রবার ছুটির দিন হলেও সিগন্যালগুলোতে ছিল যানবাহনের দীর্ঘ লাইন অর্ধেক না সব সিটেই যাত্রী

বৃহস্পতিবার (৬ মে) সকাল থেকে রাজধানীতে গণপরিবহন ছেড়ে দেওয়া হয়েছে। ৪ এপ্রিল থেকে রাজধানীতে গণপরিবহন বন্ধ ছিল। এরমধ্যে পরিবহন শ্রমিকরা কয়েক দফায় আন্দোলনের চেষ্টা করলেও সরকার কঠোরভাবে সেসব মোকাবিলা করেছে। সবদিক বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে বাসসহ সকল গণপরিবহন খুলে দেওয়া হলেও প্রথম দিনে স্বাস্থ্যবিধি মানার কোনও প্রবণতা লক্ষ্য করা যায়নি। বাসে প্রতিটা সিটে যেমন যাত্রী নেওয়া হয়েছে, তেমনই দ্বিগুণ ভাড়াও হাঁকানো হয়েছে। এ নিয়ে দিনভর বাকবিতণ্ডায় কেটেছে। বাসের অভিজ্ঞতা বলতে গিয়ে মাহমুদুল বলেন, ‘বাস কোথাও চেক হয় না। গেট লাগানো থাকে ঠিকই, কিন্তু সিট না থাকলেও রাস্তা থেকে লোক তোলা হচ্ছে এই বলে যে, রোজার সময় মানুষ হয়রানি হবে নিয়ে নেন।’

কোনও স্যানিটাইজেশন নেই

টেকনিকাল মোড়ে সরেজমিনে ঘুরে দেখা গেছে, মোহাম্মদপুরগামী প্রজাপতি পরিবহন, পরিস্থান পরিবহন, সাভার পরিবহন, বৈশাখী পরিবহন, লাব্বাইক পরিবহন ছাড়াও অনেক বাসেই দাঁড় করিয়ে যাত্রী নেওয়া হচ্ছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। পাশাপাশি সিটে বসানো হচ্ছে যাত্রীদের। জানতে চাইলে অনেকেই এ বিষয়টি এড়িয়ে যান। লাব্বাইক পরিবহনের চালক ইসরাফিল বলেন, ‘আমাদের মালিকরা কোনও জীবাণুনাশক স্প্রে  দেয়নি। বা কী করতে হবে সে বিষয়েও এবার আমাদের কিছু বলেনি।’ পাশাপাশি দুই সিটে যাত্রী পরিবহন করলেও পরিবারের সদস্য তাই একসঙ্গে বসেছে বলে জানান তিনি। তবে  যাত্রীদের কাছে জানতে চাইলে তারা বলেন, তারা একে অপরের পরিচিত নন।

সামাজিক দূরত্বের বিধিনিষেধ মানছেন না কেউ সারা শহর ঘুরে দেখেছেন দাবি করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ঘুরে দেখেছি, যাত্রী ও চালকরা মাস্ক পরেছেন। তবে স্যানিটাইজারের বিষয়টা চোখে পড়েনি। ১০ শতাংশ গাড়ি অনিয়ম করে থাকলে শতভাগ গাড়িকে দায়ী করতে পারেন না।’ তিনি বলেন, ‘বিআরটিএ’র ৯টি মোবাইল টিম মাঠে কাজ করছে। আমরা গতকাল তাদেরকে কিছু সুপারিশ দিয়েছি। আমরা মাস্ক ব্যবহারের ওপর বেশি গুরুত্ব দিয়েছি। মাস্ক ব্যতীত কোনও যাত্রীকে গাড়িকে যেন ওঠানো না হয়, সেটি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের মনিটরিং চলবে। আশা করছি, বিআরটিএ টিম ঠিকমতো কাজ করলে এবং আমরা মনিটরিং অব্যাহত রাখলে, সরকারের বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি শতভাগ পালিত হবে গণপরিবহনে।’

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির র‌্যাপিড পাস সার্ভিস চালু, এক কার্ডে অনেক সেবা
‘যাত্রীদের ধাক্কাধাক্কিতে’ আধা ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়