X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

পাটুরিয়ায় পারের অপেক্ষা

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ মে ২০২১, ১২:৫৭আপডেট : ০৮ মে ২০২১, ১৩:৫১

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রীরা গাদাগাদি করে ফেরিতে ওঠায় সংক্রমণের ঝুঁকি বেড়ে গেছে। এ অবস্থায় মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরিচলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (৮ মে) সকাল থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ অবস্থায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। ফেরি চলাচলের বিষয়ে না জানায় সকাল থেকেই ঘাট এলাকায় ভিড় করেছেন হাজার-হাজার যাত্রী ও বিভিন্ন ছোট-বড় পরিবহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)র আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পাটুরিয়ায় পারের অপেক্ষা এদিকে পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে আসা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে ফিরতে ঘাটে আসেন। বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করেন, ফেরি বন্ধ রাখার বিষয়টি শুক্রবার থেকে জানানো জরুরি ছিল। তাহলে যাত্রীরা ঘাটে আসতেন না, ভোগান্তিতেও পড়তে হতো না।

বন্ধের নির্দেশনার মধ্যেও চলছে ৩ ফেরি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় সারাদেশে লকডাউন চলছে। এরই মধ্যে মাত্র দুটি ছোট ফেরি দিয়ে এতদিন পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্যবাহী গাড়ি পারাপার করা হয়। তবে ঈদ উপলক্ষে শুক্রবার থেকে এই নৌপথে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ বেড়ে যায়। এতে বাধ্য হয়ে শুক্রবার যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপার করতে হয়। তবে স্বাস্থ্যবিধি না মেনে এসব যাত্রীরা ফেরিতে গাদাগাদি করে ওঠে পড়ে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

পাটুরিয়ায় পারের অপেক্ষা সকাল ৯টার দিকে সরেজিমন পাটুরিয়া প্রান্তে দেখা গেছে, ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় নদী পারের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। পাঁচ নম্বর ঘাট এলাকায় পাঁচটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। বিভিন্ন ব্যক্তিগত গাড়ি আটকা পড়েছে। সকাল সোয়া ৯টার দিকে লাশবাহীসহ কয়েকটি অ্যাম্বুলেন্স পারাপারের জন্য মাধবীলতা নামের একটি ছোট ফেরিতে দুই নম্বর ঘাটের কাছে আসলে যাত্রীরা দৌড়ে সেই ফেরিতে ওঠার চেষ্টা করেন। এরপর ফেরিটি আর পন্টুনে ভেড়েনি।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল থেকে ফেরি বন্ধ রাখার সিন্ধান্ত হয়। পরবর্তী নির্দেশনা ছাড়া ফেরি চালুর বিষয়ে কোনও কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন:
সকাল থেকে যাত্রীবাহী ফেরি বন্ধ
ফেরি বন্ধ, তবু উপচে পড়া ভিড়

/টিটি/
সম্পর্কিত
কামারপাড়ায় আগের ব্যস্ততা আর নেই
কমলাপুরে বাড়ছে ঘরমুখী মানুষের ভিড়
চলছে গাবতলী পশুর হাটের প্রস্তুতি
সর্বশেষ খবর
রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন স্থগিত
রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন স্থগিত
জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ মেয়র তাপসের
জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ মেয়র তাপসের
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
রংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
মান নিয়ে প্রশ্ন, নেই প্রতিকাররংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার