X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জানা গেলো গায়েবি কান্নার কারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২১, ১৩:২৮আপডেট : ০৮ মে ২০২১, ১৩:২৮

রাজধানীর মিরপুর-২ নম্বরে নির্মাণাধীন একটি আবাসিক ভবন থেকে প্রায়ই কান্নার শব্দ শোনা যেতো। আশপাশের বাসিন্দারা এই গায়েবি কান্নার উৎস খুঁজে পাচ্ছিলেন না। এ নিয়ে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে বিষয়টি বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে ইনবক্স করে জানান স্থানীয় এক ব্যক্তি। এরপর মিরপুর মডেল থানা পুলিশ বিষয়টির তদন্ত করে রহস্যভেদ করে। পুলিশি তদন্তে জানা যায়, এক বাবা তার দুই ছেলেকে প্রতিদিন মারধর করতেন। আর সেই কান্নাই শুনতে পেতো স্থানীয়রা।

পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং থেকে মিরপুর মডেল থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানকে নির্দেশনা তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরে এসআই মো. নাজমুল হক ও এসআই মো. আব্দুর রাজ্জাকের সমন্বয়ে সাদা পোশাকের একটি টিম গঠন করা হয়। ওই টিমই তদন্ত করে রহস্য উন্মোচন করেন।

শনিবার (৮ মে) সকালে পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি সোহেল রানা বলেন, একটি হাউজিং কমপ্লেক্সের ভেতরে নির্মাণাধীন ও বর্তমানে পরিত্যক্ত একটি ভবনে মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তি তার দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানায়। জাহাঙ্গীর প্রতিদিনই সন্তানদের হাত-পা বেঁধে মারপিট করতেন। তারই চিৎকার শোনা যেতো দূর থেকে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, জাহাঙ্গীরকে আটক করার পর তার স্ত্রী ও দুই সন্তানকে থানায় আনা হয়েছিল। তবে তারা কোনও লিখিত অভিযোগ করেননি। সন্তানদের না পেটানোর জন্য বাবাকে বোঝানো হয়েছে। তিনি আর তাদের মারধর করবেন না, বলে কথা দিয়েছেন।

 

/আরটি/টিটি/
সম্পর্কিত
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা শিশু হাসপাতালে আগুন
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা