X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচার নিয়ে কী ভাবছে বিসিবি?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২১, ১৯:৪০আপডেট : ০৮ মে ২০২১, ১৯:৪০

সাম্প্রতিক সময়ে করনোভাইরাস পরিস্থিতি খারাপ হওয়ার কারণে স্বাস্থ্য অধিদফতর বেশ কঠোর। বিশেষ করে ভারতের ব্যাপারে কঠোরতা আরও বেশি। ভারত থেকে আসা যাত্রীর দুই সপ্তাহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক। এই কড়াকড়ির কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টিভি সম্প্রচার নিয়ে জটিলতায় পড়েছে বিসিবি। যদিও বিকল্প ভেবে রেখেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশে আন্তর্জাতিক সিরিজের টিভি সম্প্রচার যে চ্যানেলই করুক না কেন, এই সব টিভির মিডিয়া ক্রু সাধারণত ভারতীয় হয়ে থাকেন। ক্যামেরা ক্রু থেকে শুরু করে সব টেকনিক্যাল ক্রু-ই ভারতীয়। তারা সিরিজ শুরু হওয়ার তিন-চার দিন আগে এসে সব সেটআপ করেন।

কিন্তু এখন বিধিনিষেধ থাকায় ভারতীয়দের ব্যাপারে কঠোর স্বাস্থ্য মন্ত্রণালয়। এই মুহূর্তে বিসিবির সামনে খুব বেশি পথ খোলা নেই। স্বাস্থ্য অধিদফতরের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে কোয়ারেন্টিনে ‘ছাড়’ আদায় করা কিংবা অন্য কোনও দেশ থেকে ক্রু এনে সিরিজটি সম্প্রচার করা যায় কিনা, সেটি ভাবা।

শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে নিজেদের ভাবনার কথা বলেছেন, ‘এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ। সরকারি যেসব প্রটোকোল আছে, তার মধ্য থেকেই কাউকে আনা যায় কিনা। এছাড়া আমরা অন্য বিকল্পগুলো দেখছি। বিশ্বের অন্য যে সব দেশে ক্রিকেট হচ্ছে, সে সব জায়গা থেকে ক্রু এনে খেলাগুলো চালাবো।’

এত জটিলতার মধ্যে সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখছেন না নিজামউদ্দিন, ‘সিরিজ অনিশ্চয়তার কোনও সম্ভাবনা দেখছি না। চ্যালেঞ্জ তো আছেই। যাতে এই ধরনের জটিলতা এড়ানো যায়, সেই চেষ্টা আমরা করছি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি