X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পশ্চিমবঙ্গে বিজেপির মান বাঁচালো মতুয়া-রাজবংশীরা

কলকাতা প্রতিনিধি
০৮ মে ২০২১, ২২:৫৬আপডেট : ০৮ মে ২০২১, ২২:৫৬

তীরে এসে তরি ডোবা বিজেপির সম্মান শেষ পর্যন্ত বাঁচালো পশ্চিমবঙ্গের মতুয়া আর রাজবংশী সম্প্রদায়েরর ভোটাররা। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিজয়রথ কিন্তু ধাক্কা খেয়েছে মতুয়া ও রাজবংশী অধ্যুষিত বিধানসভার আসনগুলোতে। ২০১৯-এর মতোই এবারের ভোটে তারা নিরাশ করেননি গেরুয়া শিবিরকে। এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

উত্তর ২৪ পরগণা মতুয়া অধ্যুষিত বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা, গাইঘাটা আসনের পাশাপাশি নদিয়া জেলার রানাঘাট উত্তর, রানাঘাট দক্ষিণ, কৃষ্ণগঞ্জ, হরিনঘাটা, কল্যানী বিধানসভা আসনগুলো এসেছে বিজেপির দখলে। এরমধ্যে হাবড়া আসনটিতে সামান্য ভোটে পরাজিত হয়েছে বিজেপি প্রার্থী। শুধু তেহট্ট আসনটি গিয়েছে তৃণমূলের দখলে। আবার উত্তরবঙ্গের মালদা থেকে কোচবিহার মতুয়া ভোট ব্যাংক বিজেপির দখলেই থেকে গেছে বিধানসভা ভোটে। বিজেপির নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করার প্রতিশ্রুতি মতুয়া ভোট ব্যাংককে অটুট রেখেছে বলেই ধারণা বিশ্লেষকদের।

অপর দিকে, উত্তরবঙ্গের রাজবংশী ভোট ব্যাংক গত ২০১৯ লোকসভার মতোই এবারও গেরুয়া শিবিরের পক্ষে গেছে। শুধু দুই দিনাজপুরে রাজবংশী ভোট তৃণমূলের পক্ষে গেছে বলেই বলছে ভোটের হিসাব। উত্তরের প্রায় ২০ টি আসন এই রাজবংশী ভোট ব্যাংকের কারণে বিজেপির দখলে গেছে। বাংলার এই দুটি সম্প্রদায়ের ভোট ব্যাংক দখলে রাখতে নরেন্দ্র মোদি, অমিত শাহ একাধিক জনসভা করেছেন মতুয়া ও রাজবংশী অধ্যুষিত অঞ্চলে। তাদের বার বার আগমন এই দুই সম্প্রদায়ের মধ্যে আস্থা তৈরি হয়েছে যার ফল ভোট ব্যাক্সে মিলেছে বলেই ধারণা করা হচ্ছে।

শিক্ষাবিদ অচিন্ত্য বিশ্বাসের মতে, ‘মতুয়ারা উপকারির উপকার স্বীকার করতে জানে। সিএএ-ও প্রশ্নে তারা বিজেপির প্রতি আস্থা প্রকাশ করেছে বার বার। অপর দিকে, বিচ্ছিন্নতা নয় তারা এই বাংলার সন্তান এটা রাজবংশী সম্প্রদায়ের মানুষরা বুঝতে পেরেছেন। তাদের নিয়ে নারায়ণী সেনার গঠন করার অঙ্গীকারসহ বিজেপির একাদিক প্রতিশ্রুতিতে তারা আস্থা প্রকাশ করেছেন গেরুয়া শিবিরের পক্ষে। আমার মনে হয়, নিজেদের অস্তিত্বের প্রশ্নে এই দুটি সম্প্রদায় তাদের শক্তিকে এতদিনে বুঝতে পেরেছেন। বাংলার অন্য সম্প্রদায়গুলোও আগামী দিনে এই পথেই হাঁটবে।'

অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সম্পাদক মহিতোষ বৈদ্য বলেন, ‘বিজেপিকে মতুয়াদের ভোট দেওয়ার প্রধান কারণ সিএএ। যদি মতুয়া সম্প্রদায় থেকে আরও কয়েকজনকে প্রার্থী করা হতো তাহলে বিজেপির আসন আরও বাড়ত। মতুয়ারা মোদি আর অমিত শাহের ওপর ভরসা করেছেন।’

মহিতোষ বৈদ্যের অভিযোগ, ‘কুচবিহার থেকে দক্ষিণ ২৪ পরগণায় ভোট পরবর্তী সহিংসতা হচ্ছে মতুয়াদের ওপর। মতুয়াদের ওপর আক্রমণ হচ্ছে।, লুটতরাজ চলছে। বাংলাদেশে যেভাবে আক্রমণ করা হয় সেভাবে হচ্ছে এখানে। আমরা সরকারকে বলছি, এখুনি ব্যবস্থা নিন। প্রশাসন না শুনলে মতুয়া নিজেরাই ব্যবস্থা নেবেন।’

রাজবংশী নেতা অনন্ত বর্মন বলেন, ‘মোদি সরকার রাজবংশী সম্প্রদায়কে গুরুত্ব দিয়েছেন। আমাদেরকে বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছে তা রাজবংশী সম্প্রদায়ের মানুষের মনে প্রভাব ফেলেছে। তাই সব ভোট বিজেপির দিকে গেছে।’

মতুয়া পরিবারের সন্তান কল্যানী থেকে জয় পাওয়া বিজেপি প্রার্থী আইনজীবী অম্বিকা রায় বলেন, ‘মতুয়ারা বিজেপিকে মনে প্রাণে গ্রহণ করেছে। তাই সব ভোট বিজেপিতেই এসেছে। কিন্তু তার জন্য যে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে, তা ঠিক নয়। আমি বিধায়ক হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছি, অবিলম্বে এই রাজনৈতিক সহিংসতা বন্ধ করুন। বাংলায় শান্তি ফিরিয়ে আনুন।’

/এএ/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ