X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শ্যাম্পুর দাম কম না রাখায় বিক্রেতার মোটরবাইকে সার্জেন্টের মামলা দেওয়ার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
০৯ মে ২০২১, ০০:০৭আপডেট : ০৯ মে ২০২১, ০০:১০

শ্যাম্পুর দাম কম না রাখায় বরিশাল নগরীর বান্দ রোডের এক ফার্মেসি মালিকের মোটরবাইক অবৈধ পার্কিয়ে রাখার অভিযোগ তুলে মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই সময় আশপাশে আরও মোটরবাইক একইভাবে পার্কিং করা থাকলেও সেগুলোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি সার্জেন্ট বলেও অভিযোগ।

শনিবার (৮ মে) রাত ৮টার দিকে সার্জেন্ট ফার্মেসির সামনে পার্কিং করা মোটরবাইকের অবৈধ পার্কিংয়ের অভিযোগে ৩ হাজার টাকার মামলা দেন।

ফার্মেসিমালিক খলিলুর রহমান বলেন, শনিবার সকালে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে হাওলাদার ফার্মেসীতে নিজোডার নামে শ্যাম্পু কিনতে আসেন সার্জেন্ট শহীদুল ইসলাম। এসময় শ্যাম্পুর দাম ২৩০ টাকা চাওয়া হয়। সার্জেন্ট শহীদুল দাম কমিয়ে রাখার আবদার করলে দোকানি ১০ টাকা দাম কমিয়ে দেন। কিন্তু সার্জেন্ট শহীদুল কেনা দামে শ্যাম্পু নিতে চান।

এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে ২২০ টাকায় শ্যাম্পু নিয়ে যাওয়ার সময় ফার্মেসিমালিককে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ করেন খলিলুর। এ ঘটনার জের ধরে রাতে হাওলাদার ফার্মেসিতে গিয়ে ফার্মেসির সামনে পার্কিং করা মোটরবাইকের কাগজপত্র দেখতে চায় সার্জেন্ট শহীদুল ইসলাম। অবৈধ পার্কিংয়ের অভিযোগে খলিলুর রহমানের মোটরবাইকের বিরুদ্ধে ৩ হাজার টাকার মামলা দেন।

এসময় আশপাশে আরও অন্তত অর্ধশত মোটরবাইক একইভাবে পার্কিং করা থাকলেও সেগুলোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে ওই ফার্মেসিমালিক এবং তার ক্রেতার মোটরবাইকের বিরুদ্ধে মামলা দেন সার্জেন্ট।

সার্জেন্ট শহীদুল ইসলাম শ্যাম্পুর দাম কম না রাখায় ব্যক্তি আক্রোশে ফার্মেসিমালিকের মোটরবাইকের বিরুদ্ধে মামলা দেওয়ার কথা অস্বীকার করেন। তবে দরদাম করে শ্যাম্পু ক্রয়ের কথা স্বীকার করেন তিনি।

মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার বলেন, ব্যক্তি আক্রোশে কারও বিরুদ্ধে মামলা দেওয়া অন্যায়। ব্যক্তিগত রাগ অনুরাগ-অভিমান পুলিশ বিভাগের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে ভৎর্সনা করা কিংবা প্রয়োজনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা