X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে রেলের কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ মে ২০২১, ০৩:৫৪আপডেট : ০৯ মে ২০২১, ০৩:৫৪

রেলওয়ে পূর্বাঞ্চলের এক কর্মকর্তার বিরুদ্ধে রেলওয়ের বিভাগীয় অ্যাকাউন্ট থেকে দেড় কোটি টাকার সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ফয়সাল মাহমুদ নামে ওই কর্মকর্তা জালিয়াতির মাধ্যমে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অ্যাকাউন্ট থেকে এই টাকা সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নাম প্রকাশে অনিচ্ছুক অ্যাকাউন্ট সেকশনে কর্মরত এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ২০২০ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের টাকা সরিয়ে নেন। রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তাদের বেতন-ভাতার জন্য বরাদ্দ দেওয়া টাকাগুলো নির্ধারিত অ্যাকাউন্টের বদলে ফয়সাল নিজের অ্যাকাউন্টে সরিয়ে নেন।

কত টাকা সরিয়ে নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত দেড় কোটি টাকা সরিয়ে নেওয়ার তথ্য আমরা পেয়েছি। যদিও সে ৫০ লাখ টাকা সরিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে। প্রকৃতপক্ষে কত টাকা সরিয়ে নিয়েছেন এটি অডিট বিভাগ তদন্ত করার পর বলা যাবে।

ফয়সাল মাহবুব রেলওয়ের পাহাড়তলী অর্থ ও হিসাব শাখায় কর্মরত ছিলেন। ২০১২ সালে জুনিয়র হিসাব কর্মকর্তা হিসেবে ফয়সাল মাহমুদ রেলওয়ে যোগদান করেন। টাকা সরিয়ে নেওয়ার ঘটনায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী কর্মীরা তাকে আটক করে। বর্তমানে সে রেলওয়ে নিরাপত্তা জেনারেলের চৌকিতে আটক করে রাখা হয়েছে।

পাহাড়তলী অর্থ ও হিসাব শাখা সূত্রে জানা যায়, ইএফটির আওতায় রেলের কর্মকর্তা-কর্মচারীদের বেতনের টাকা অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়ার তথ্য পায় সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরপর ওই অফিসের ডেপুটি ফিনান্সিয়াল অ্যাডভাইজার মো. শাহজাহান লিখিত অভিযোগ দেওয়ার পর আজ সন্ধ্যায় ফয়সালকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ৫০ লাখ টাকা সরিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে। আগামীকাল তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর তাকে পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

এ সর্ম্পকে জানতে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা কামরুন্নাহারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস