X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে রেলের কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ মে ২০২১, ০৩:৫৪আপডেট : ০৯ মে ২০২১, ০৩:৫৪

রেলওয়ে পূর্বাঞ্চলের এক কর্মকর্তার বিরুদ্ধে রেলওয়ের বিভাগীয় অ্যাকাউন্ট থেকে দেড় কোটি টাকার সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ফয়সাল মাহমুদ নামে ওই কর্মকর্তা জালিয়াতির মাধ্যমে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অ্যাকাউন্ট থেকে এই টাকা সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নাম প্রকাশে অনিচ্ছুক অ্যাকাউন্ট সেকশনে কর্মরত এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ২০২০ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের টাকা সরিয়ে নেন। রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তাদের বেতন-ভাতার জন্য বরাদ্দ দেওয়া টাকাগুলো নির্ধারিত অ্যাকাউন্টের বদলে ফয়সাল নিজের অ্যাকাউন্টে সরিয়ে নেন।

কত টাকা সরিয়ে নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত দেড় কোটি টাকা সরিয়ে নেওয়ার তথ্য আমরা পেয়েছি। যদিও সে ৫০ লাখ টাকা সরিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে। প্রকৃতপক্ষে কত টাকা সরিয়ে নিয়েছেন এটি অডিট বিভাগ তদন্ত করার পর বলা যাবে।

ফয়সাল মাহবুব রেলওয়ের পাহাড়তলী অর্থ ও হিসাব শাখায় কর্মরত ছিলেন। ২০১২ সালে জুনিয়র হিসাব কর্মকর্তা হিসেবে ফয়সাল মাহমুদ রেলওয়ে যোগদান করেন। টাকা সরিয়ে নেওয়ার ঘটনায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী কর্মীরা তাকে আটক করে। বর্তমানে সে রেলওয়ে নিরাপত্তা জেনারেলের চৌকিতে আটক করে রাখা হয়েছে।

পাহাড়তলী অর্থ ও হিসাব শাখা সূত্রে জানা যায়, ইএফটির আওতায় রেলের কর্মকর্তা-কর্মচারীদের বেতনের টাকা অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়ার তথ্য পায় সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরপর ওই অফিসের ডেপুটি ফিনান্সিয়াল অ্যাডভাইজার মো. শাহজাহান লিখিত অভিযোগ দেওয়ার পর আজ সন্ধ্যায় ফয়সালকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ৫০ লাখ টাকা সরিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে। আগামীকাল তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর তাকে পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

এ সর্ম্পকে জানতে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা কামরুন্নাহারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
কুমিল্লায় ছাত্রলীগের কমিটি ঘোষণা, শেখ ইনানকে হত্যার হুমকি
কুমিল্লায় ছাত্রলীগের কমিটি ঘোষণা, শেখ ইনানকে হত্যার হুমকি
হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
পদোন্নতি পেলেন বিএনপির তিন নেতা
পদোন্নতি পেলেন বিএনপির তিন নেতা
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই