X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

হয়রানি বন্ধে হটলাইন চালুর প্রস্তাব প্রাথমিক শিক্ষকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২১, ২১:২৫আপডেট : ০৯ মে ২০২১, ২১:২৬

স্বচ্ছতা ও জবাবদিহিতা নি‌শ্চিত করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হয়রানি বন্ধ ও সহজে সেবা পেতে প্রাথমিক শিক্ষা অধিদফতরে হটলাইন নম্বর চালু করার দাবি করেছেন প্রাথমিক শিক্ষকরা। সম্প্রতি শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের মহাপরিচালকের কাছে এ দাবি জানিয়েছেন।

এর আগে মাঠ প্রশাসনে স্বচ্ছতা এবং শিক্ষক হয়রানি বন্ধে প্রাথমিক শিক্ষকদের আহ্বান জানান প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম। মহাপরিচালকের এই আহ্বানের পর উপজেলা ও থানা পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকরা নতুন করে হয়রানির মধ্যে পড়েন।

গত ২২ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম মাঠ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনও ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন। শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকের সময় মাঠ পর্যায়ের অফিসগুলো দালালমুক্ত করতে শিক্ষক নেতাদের প্রতি আহ্বান জানান মহাপরিচালক।

এই ঘটনার পর সম্প্রতি বেতন-ভাতা ১৩তম গ্রেড নির্ধারণের জন্য মাঠ পর্যায়ে নতুন করে হয়রানির শিকার হন প্রাথমিক শিক্ষকরা। শিক্ষকরা এই ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন। এরপর অধিদফতর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এসবের পরিপ্রেক্ষিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মাঠ প্রশাসনে হয়রানি বন্ধ ও শিক্ষকরা যাতে সহজে সেবা পান তা নিশ্চিত করতে অধিদফতরে হট লাইন চালুর দাবি করেন। শিক্ষকরা হয়রানি বা প্রতিবন্ধকতার শিকার হলেই যেন হটলাইন নম্বরে যোগাযোগ করে সমস্যার সমাধান পেতে পারেন।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন, ‘মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছে হয়রানির শিকার হয়ে শিক্ষকরা এই দাবি করছেন। আমরা চাই দ্রুত হল লাইন চালু করা হোক। শিগগিরই আনুষ্ঠানিকভাবে মহাপরিচালকের কাছে আবেদন জানাবো।’

এদিকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবর রহমান শুক্রবার (৮ মে) তার ফেসবুক টাইমলাইনে উল্লেখ করেন, শিক্ষক হয়রানি বন্ধে প্রাথমিক শিক্ষা অধিদফতরে হটলাইন নম্বর চালুর আহ্বান জানাই।

তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক সেবা বান্ধব। তাই মাঠ প্রশাসনের কার্যক্রমকে অধিদফতরের আওতায় নেওয়ার জন্য শিক্ষকরা মহাপরিচালককে অনুরোধ জানিয়েছে।’

 

/এসএমএ/এনএইচ/
সম্পর্কিত
বদলে গেছে সাগরপাড়ের ২১১টি প্রাথমিক বিদ্যালয়
আগামী রমজানে ছুটি আরও কমতে পারে
স্কুল খোলা থাকছে কতদিন, ডাবল শিফট চলবে কীভাবে?
সর্বশেষ খবর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই