X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

চার ‘আলীতে’ বিধ্বস্ত জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২১, ২২:১৬আপডেট : ০৯ মে ২০২১, ২২:২৩

পাকিস্তানের চার আলীর দাপটের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিক জিম্বাবুয়ে। শুরুতে দুই ব্যাটসম্যান আবিদ আলীর ডাবল সেঞ্চুরি ও আজহার আলীর সেঞ্চুরি এবং পরে হাসান আলী ও নুমান আলীর বোলিং দাপট। সবমিলিয়ে বিধ্বস্ত হয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। তিন সেশনেই তারা হারিয়েছে ১৫ উইকেট। রবিবার (৯ মে) হাতে এক উইকেট রেখে হারারে টেস্টের তৃতীয় দিন শেষ করেছে তারা।

পাকিস্তানের দেওয়া ৫১০ রানের জবাবে, জিম্বাবুয়ে দুই ইনিংসে যেভাবে ব্যাটিং করেছে, তাতে করে পাকিস্তানের জন্য এই উইকেটটি তুলে নেওয়া কয়েক মিনিটের ব্যাপার! জিম্বাবুয়ের ইনিংস ব্যবধানে হার এড়াতে হলে ১ উইকেটে করতে হবে আরও ১৫৮।

হারারেতে পাকিস্তানের দেওয়া ৫১০ রানের জবাবে ব্যাটিং নেমে ৫২ রানে চার উইকেট নিয়ে তৃতীয় দিনের সকালটা শুরু করেছিল স্বাগতিকরা। কিন্তু আগের দিনের মতো আজও ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগেই ১৩২ রানে অল-আউট হয়ে ফলোঅনে পড়ে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন ৭১ বলে ২৮ রানে অপরাজিত থাকা রেগিস চাকাবা ৯২ বলে ৩৩ রান করে থামেন। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে এটাই সর্বোচ্চ সংগ্রহ।

প্রথম ইনিংসে জিম্বাবুয়েরে ব্যাটিং ধসে ভূমিকা রাখেন পাকিস্তানের পেসার হাসান আলী। ২৭ রান খরচায় তিনি নেন ৫টি উইকেট। এছাড়া সাজিদ খান নিয়েছেন দুটি উইকেট।

৩৭৮ রান পিছিয়ে থেকে জিম্বাবুয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে। কিন্তু প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। তারপরও আগের ইনিংসের সর্বোচ্চ রান করা রেগিস চাকাবার ব্যাটিং দৃঢ়তায় দুইশো পেরুতে পারে দলটি। ১৩৭ বলে চাকাবা ৮০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন।

এছাড়া অধিনায়ক ব্রেন্ডন টেলরের ব্যাট থেকে আসে ৪৯ রানের ইনিংস। মিডল অর্ডার ব্যাটসম্যান লুক জংওয়ে ও বোলার দোয়া মোজারবানি ম্যাচটিতে চতুর্থ দিনে নিয়ে যান। ৫১ বল খেলে জংওয়ে ৩১ রানে অপরাজিত, অন্যদিকে মোজারবানি ১২ বল খেলে এখনো রানের খাতা খুলতে পারেননি। দিন শেষে জিম্বাবুয়ের স্কোর ৯ উইকেটে ২২০। ইনিংস হার এড়াতে জিম্বাবুয়েকে করতে হবে আরও ১৫৮ রান।

প্রথম ইনিংসে হাসান আলী পাকিস্তানের বোলিং আক্রমণের নেতৃত্বে ছিলেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য নুমান আলী ও শাহেন শাহর বোলিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। নুমান আলী ৮৬ রানে ৫ উইকেট নেন। এছাড়া বাকি চারটি উইকেট নেন শাহেন শাহ আফ্রিদি।

এর আগে আবিদ আলীর রেকর্ড ডাবল সেঞ্চুরি (২১৫) ও আজহার আলীর (১২৬) রানে কল্যাণে পাকিস্তান ৫১০ রানে সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে।

/আরআই/এমআর/
সম্পর্কিত
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৮
পাকিস্তানের সামরিক চৌকিতে সন্ত্রাসী হামলা, নিহত ৭
সর্বশেষ খবর
রংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
মান নিয়ে প্রশ্ন, নেই প্রতিকাররংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
সংঘর্ষের কারণে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত ক্রসিং বন্ধ
সংঘর্ষের কারণে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত ক্রসিং বন্ধ
মজুতদারি ও কারসাজি বন্ধে বাজার পরিদর্শন চলবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
মজুতদারি ও কারসাজি বন্ধে বাজার পরিদর্শন চলবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
আল্লাহর রাসুল (সা.) ইফতারে কী খেতেন?
আল্লাহর রাসুল (সা.) ইফতারে কী খেতেন?
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার