X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সবার আগে ঘটনাস্থলে চঞ্চল!

বিনোদন রিপোর্ট
১০ মে ২০২১, ১১:০৭আপডেট : ১০ মে ২০২১, ১১:৪০

আলতাফ হোসেন- দাদি আদর করে ডাকতো আলতু বলে। শৈশবে সেই নামেই পরিচিত হয় সে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ একটি কারণে আলতুকে ‘ফালতু’ বলে ডাকে সবাই। তার বৈশিষ্ট্যই হচ্ছে গ্রামের যে কোনও ঘটনায় সে সবার আগে ঘটনাস্থলে উপস্থিত হবে এবং নিজ দায়িত্বে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

সেটা হোক পারিবারিক কলহ, দাম্পত্য কলহ, দুর্ঘটনা, মেডিকেল অথবা আইনি- সর্ব প্রকার সাহায্য প্রদান করতে সদা প্রস্তুত আলতু। আর এ কারণেই তাকে ফালতু বলে ডাকে সবাই।

কে প্রথম সম্বোধন করেছিলো, সে ইতিহাস জানা না গেলেও বর্তমানে ঐ ফালতু নামের নিচেই চাপা পরে গেছে আলতাফের আসল নামটি। শুরু থেকেই নামের এমন বিকৃতির প্রতিবাদ করে আসছে সে। তার নামের আদ্যাক্ষর ‘আ’ কে সামনে এনে বোঝানোর চেষ্টা করে ‘আ’ তে আলতু হয়, ফালতু নয়।
তবুও তার পরিত্রাণ নেই। সচেতনভাবেই মানুষ তাকে ফালতু বলে ডেকে আনন্দ পায়।

আলতাফ হোসেন হঠাৎ একদিন একটা বড় ‘ফালতু’ ঘটনা ঘটিয়ে ফেলে। কী সেই ঘটনা, জানতে হলে দেখতে হবে ঈদের সাত পর্বের ধারাবাহিক নাটক ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন’। বৃন্দাবন দাসের রচনায় এটি নির্মাণ করেছেন দীপু হাজরা।

পরিচালক দীপু হাজরা বলেন, ‘ঈদের এ নাটকে বিশেষ এক বার্তাও আছে। যা অনেকের জন্য কাজে লাগবে।’

ধারাবাহিক এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, নাদিয়া মিম, প্রাণ রায়, শিরিন আলম, মাসুদ রানা মিঠাসহ অনেকে। ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন’ প্রচার হবে ঈদের সাত দিন রাত ৯টায় এনটিভিতে।

 

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল