X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জন্মদিনের অনুষ্ঠানে প্রেমিকের গুলিবর্ষণ, হামলাকারীসহ নিহত ৭

বিদেশ ডেস্ক
১০ মে ২০২১, ১৩:৪৩আপডেট : ১০ মে ২০২১, ১৩:৪৩
image

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে এক জন্মদিনের অনুষ্ঠানে গুলি চালিয়ে প্রেমিকাসহ ছয় জনকে হত্যা করেছে এক হামলাকারী। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করে। তবে অনুষ্ঠানে উপস্থিত কোনও শিশুর উপর গুলি চালানো হয়নি। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা ছয় ব্যক্তির মৃতদেহ এবং এক জনকে গুরুতর আহত অবস্থায় পায়। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কলোরাডো স্প্রিংস পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এক নারীর প্রেমিককে সন্দেহ করা হচ্ছে। সে ওই বাড়িতে গাড়ি নিয়ে প্রবেশের পর হেঁটে ভেতরে ঢোকে আর মানুষের ওপর গুলিবর্ষণ করার পর নিজেরও প্রাণ নেয়। গুলি চালানোর সময় জন্মদিন পালন করতে বন্ধু, পরিবার এবং শিশুরা ওই বাড়িতে জড়ো হয়েছিলো।’ তবে হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি।

ফ্রেডি মারকুয়েজ নামে ৩৩ বছর বয়সী এক যুবক বলেন, হামলায় নিহতদের মধ্যে তার শ্বাশুড়িও রয়েছেন। তিনি নিজেও জন্মদিনের পার্টিতে ছিলেন কিন্তু শনিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি সেখান থেকে চলে আসেন। মধ্যরাতের পর ওই পার্টিতে উপস্থিত এক ব্যক্তির ছেলের কাছ থেকে তিনি ফোন কল পান।

ইয়েনিফার রেয়েস নামের এক প্রতিবেশি জানান গুলির শব্দে জেগে ওঠেন তিনি। তিনি বলেন, ‘ভেবেছিলাম বজ্রপাতের শব্দ। তারপরই আমি সাইরেনের শব্দ শুনতে পাই।’ পরে তিনি পুলিশকে শিশুদের বের করে গাড়িতে তুলতে দেখেন বলেও জানান তিনি।

/জেজে/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়