X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নিউ জিল্যান্ডে বিরল ছুরি হামলা, আহত ৪

বিদেশ ডেস্ক
১০ মে ২০২১, ১৪:৩৫আপডেট : ১০ মে ২০২১, ১৪:৩৫
image

নিউ জিল্যান্ডের একটি সুপারমার্কেটে এক ছুরি হামলায় অন্তত চার জন আহত হয়েছে। এর মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। ডানেডিন শহরের কাউন্টডাউন সুপারমার্কেটে এই হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী জাসিন্দ্রা আর্ডেন জানিয়েছেন, হামলাকারীর উদ্দেশ্য পরিষ্কার নয়, তবে অভ্যন্তরীণ সন্ত্রাসের কোনও আলামতও দেখা যাচ্ছে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নিউ জিল্যান্ডে বড় ধরনের সহিংসতার খবর বেশ বিরল। তবে ২০১৯ সালে দেশটি ক্রাইস্টচার্চ হামলা প্রত্যক্ষ করে। সেদিন দুটি মসজিদে এক শ্বেতাঙ্গ আধিপত্যবাদীর হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

সোমবারের হামলা প্রসঙ্গে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে আহতদের মধ্যে সুপারমার্কেটের কর্মী এবং ক্রেতা উভয়ই রয়েছে। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়েছেন।

এক নারী বলেন, ‘আমরা কেবল চিৎকার শুনলাম আর ভেবেছিলাম কেউ পড়ে গেছে, কিন্তু শব্দ আরও বাড়তে থাকলো এবং আরও বেশি মানুষ চিৎকার করতে থাকলো।’ তিনি বলেন, ‘মানুষের মধ্যে আমি একটি লাল হাত দেখলাম, রক্তাক্ত হাত আর সবাই বের হওয়ার দরোজার দিকে দৌড়াতে লাগলো।’

কয়েকজন দোকানদার হামলাকারীকে ধরার চেষ্টা চালায়। কাউন্টডাউনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দোকানে ঘটে যাওয়া ঘটনায় তারা হতবাক এবং বিপর্যস্ত’। ওই বিবৃতিতে বলা হয়, ‘এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হলো এই চরম ভয়াবহ ঘটনার রেশ থেকে আমাদের আহত সদস্যসহ সকলের যত্ন নেওয়া। কর্মীদের সহায়তা করতে গিয়ে যেসব ক্রেতা আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

/জেজে/
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা