X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

তাদের টার্গেট ঘরমুখো মানুষ

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ মে ২০২১, ১৭:০০আপডেট : ১০ মে ২০২১, ১৭:০০

সাম্প্রতিক সময়ে লকডাউন ও ঈদ উপলক্ষে বাড়িফেরা মানুষকে টার্গেট করে হাইওয়েতে এক শ্রেণির দুর্বৃত্তের আবির্ভাব হয়েছে। যারা বিভিন্ন ধরনের প্রাইভেট কার ও মাইক্রোবাস ভাড়া নিয়ে স্বাভাবিকের তুলনায় কম ভাড়ায় মোটামুটি অবস্থাপন্ন ব্যক্তিদের যাত্রী হিসেবে তুলে নেয়। তারপর  হাত পা বেঁধে চালায় শারীরিক নির্যাতন। পারিবারিক সক্ষমতা অনুযায়ী দাবি করে মুক্তিপণ। মুক্তিপণ বিকাশের মাধ্যমে পরিশোধ হলে তবেই মুক্তি মেলে এই সকল ঘটনার ভিকটিমদের। তাদের ফেলে দেওয়া হয় হাইওয়ের কোনও নির্জন স্থানে। এ ধরনের ঘটনা এড়াতে অননুমোদিত যানবাহন ও অপরিচিত কারও গাড়িতে ভ্রমণ না করার অনুরোধ করেছে পুলিশ।

সম্প্রতি এমনই এক ঘটনার ফারুক হোসেন(৪৩) নামে এক ব্যক্তি আসেন মানিকগঞ্জ থানায়। ফারুক হোসেন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা হতে রাজবাড়ি যাওয়ার উদ্দেশে একটি প্রাইভেট কারে উঠেন। উঠার পরপরই পাশের সিটে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা তার হাত পা বেঁধে মারধর শুরু করে দাবি করে লক্ষাধিক টাকার মুক্তিপণ। পৃথক দুটি বিকাশ নম্বরে ৫০,০০০ টাকা পরিশোধের পরই তার মুক্তি মেলে । গাবতলিতে তাকে নামিয়ে দেওয়া হয়। অভিযোগের পরই মামলা রুজু করে মানিকগঞ্জ থানা পুলিশ।

এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলো-  যশোরের অভয়নগর এলাকার আবুল বাশার, আলীম হোসেন শেখ) ও বাবর আলী বাবু।

তার প্রত্যেকই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়াও তাদের হেফাজত থেকে ঘটনায় ব্যবহৃত প্রাইভেট কার, টাকা, স্টিলের পাইপ ও দড়ি উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন হাইওয়েতে এধরনের অপরাধ করছিল মর্মে জিজ্ঞাসাবাদে জানা যায়।

মানিকগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, এ ধরনের ঘটনা এড়াতে অননুমোদিত যানবাহন ও অপরিচিত কারও গাড়িতে ভ্রমণ না কোর অনুরোধ করা হচ্ছে।

 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন