X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

মুশফিক-লিটন দেখে নিলেন নিজেদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২১, ২০:৪৯আপডেট : ১০ মে ২০২১, ২০:৪৯

ক্রিকেটারদের এক সপ্তাহের ছুটি শুরু হয়েছে রবিবার থেকে। তারপরও সোমবার মুশফিক-লিটনরা মিরপুরের ২২ গজে ঘাম ঝরিয়েছেন। কোয়ারেন্টিন ইস্যুতে শ্রীলঙ্কা থেকে ফিরেই অনুশীলনে যোগ দিতে পারেননি মুশফিক-লিটনরা। রবিবার প্রথম দিনে অনুশীলনের পর সোমবার ঐচ্ছিক অনুশীলনে যোগ দিয়েছেন শ্রীলঙ্কা ফেরত বেশ কয়েকজন ক্রিকেটার।

তাদের সঙ্গে মাহমুদউল্লাহ-ইমরুল কায়েসও ছিলেন অনুশীলনে। নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগে মাঠে আসেন মাহমুদউল্লাহ ও মুশফিক। হালকা ওয়ার্মআপ করেই মুশফিক সেন্ট্রাল উইকেটে ব্যাটিং করতে চলে যান। দুজন নেট বোলারের পাশাপাশি একজন থ্রোয়ার নিয়ে আধঘণ্টার মতো ব্যাটিং করেছেন মুশফিক। একপাশে দাঁড়িয়ে মুশফিকের ব্যাটিং দেখেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

অনুশীলনে ছিলেন মাহমুদউল্লাহও মাহমুদউল্লহ তখনও পুরো মাঠ চক্কর দিতে ব্যস্ত। ছয়বার হোম অব ক্রিকেট পাক দিয়ে ড্রেসিং রুমে ফিরেছেন তিনি। মুশফিকের ব্যাটিং শেষ হতেই একে একে মাঠে নামেন লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন ও মেহেদী হাসান মিরাজসহ বেশ কয়েকজন।

অনুশীলনের প্রথম দিন থেকে মাঠে ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক দলের ১৩ ক্রিকেটার। রবিবার তাদের সঙ্গে মুশফিক-লিটনসহ শ্রীলঙ্কা সফরের ৬ ক্রিকেটার যোগ দেন। আর শ্রীলঙ্কা ফেরত দলটির জন্য ঐচ্ছিক অনুশীলন হওয়াতে মাঠে দেখা যায়নি তামিম ইকবাল-শরিফুল ইসলামদের। গত এক সপ্তাহ কোয়ারেন্টিন ইস্যুতে অনুশীলন করতে পারেননি বলেই ঐচ্ছিক অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুশফিক-লিটনরা।

আগের দিনের মতো সোমবারও পাওয়ার হিটিং অনুশীলন করেছেন ব্যাটসম্যানরা। সেন্ট্রাল উইকেটে লং অন, লং অফ, মিড উইকেট কিংবা রিভার্স সুইপে লম্বা শটস খেলার চেষ্টা করেছেন তারা। সেই সঙ্গে তাইজুল-মিরাজরাও হাত ঘুরিয়ে নিজেদের অনুশীলন সেরে নিয়েছেন।

ঘাম ঝরিয়েছেন লিটন দাস সাকিব-মোস্তাফিজ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকায় অনুশীলনে অংশ নিতে পারেননি। ঈদের পর পুরো দল নিয়েই অনুশীলন শুরু করবেন ডমিঙ্গো। আগামী ১৮ মে শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের ‘আসল’ প্রস্তুতি। ওই অনুশীলনে সাকিব-মোস্তাফিজের অংশ নেওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল বাংলাদেশে আসছে আগামী ১৬ মে। ঢাকায় এসেই সফরকারীরা থাকবে তিন দিনের রুম কোয়ারেন্টিনে। এরপর ১৯ মে থেকে তারা অনুশীলনে ফিরতে পারবে।

১৯ ও ২০ মে মিরপুরের একাডেমিতে দুই দিনের অনুশীলন শেষে লঙ্কানরা বিকেএসপিতে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে খেলবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই দলের আসল লড়াই শুরু হবে ২৩ মে থেকে। ২৫ ও ২৮ মে সিরিজের শেষ দুটি ওয়ানডেও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন স্থগিত
রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন স্থগিত
জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ মেয়র তাপসের
জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ মেয়র তাপসের
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
রংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
মান নিয়ে প্রশ্ন, নেই প্রতিকাররংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার