X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

প্রাথমিকের ১৯, মাধ্যমিকের ২৫ শতাংশ শিক্ষার্থী লেখাপড়ার বাইরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২১, ২৩:২৩আপডেট : ১০ মে ২০২১, ২৩:২৩

অনলাইন মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দূরশিক্ষণের ব্যবস্থা করা হলেও প্রাথমিকের ১৯ শতাংশ, মাধ্যমিকের ২৫ শতাংশ শিক্ষার্থী নিয়মিত পড়াশোনার বাইরে রয়েছে।

সোমবার (১০ মে) পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)-এর যৌথ গবেষণা জরিপে এ তথ্য তুলে ধরা হয়।

অনলাইনে জরিপ প্রতিবেদন তুলে ধরেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান এবং বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন। গত বছর এপ্রিল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত গত এক বছরের গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে ভার্চুয়াল অনুষ্ঠানে জানানো হয়।

প্রসঙ্গত, করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে এক বছরের বেশি সময় ধরে সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত রাখতে অনলাইন, টেলিভিশন, রেডিওসহ বিভিন্ন প্লাটফর্মে লেখাপড়া চালিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। সর্বশেষ পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা নেওয়ার অনুমতিও দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

জরিপ প্রতিবেদনে বলা হয়, সারাদেশে ৫১ শতাংশ প্রাইমারি শিক্ষার্থী প্রাইভেট কোচিংয়ে যাচ্ছে। আর মাধ্যমিক পর্যায়ের ৬১ শতাংশ শিক্ষার্থী প্রাইভেট কোচিংয়ে যাচ্ছে। এতে অভিভাবকদের খরচের বোঝা কমেনি বরং বেড়েছে। গ্রাম পর্যায়ে খরচ বেড়েছে ১১ শতাংশ, শহর পর্যায়ে বেড়েছে ১৩ শতাংশ।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
বদলে গেছে সাগরপাড়ের ২১১টি প্রাথমিক বিদ্যালয়
আমন্ত্রণপত্রে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি না থাকায় বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান বন্ধ
আগামী তিন মাসের মধ্যে ১০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ হবে
সর্বশেষ খবর
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
কঙ্কাল চুরির পর বিক্ষুব্ধ স্বজন বললেন‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই