X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বাজারে রসালো ফল লিচু

হিলি প্রতিনিধি
১১ মে ২০২১, ১২:১৭আপডেট : ১১ মে ২০২১, ১২:১৭

হিলির বিভিন্ন বাজারে ইতোমধ্যে উঠতে শুরু করেছে মৌসুমি সুস্বাদু ও রসালো ফল লিচু। তবে রমজানে বাড়তি চাহিদা থাকায় ও লাভের আশায় পরিপক্ক হওয়ার আগেই ব্যবসায়ী ও চাষিরা লিচু বাজারে তুলেছেন বলে অভিযোগ উঠেছে। মৌসুমি নতুন ফলের স্বাদ নিতে দাম একটু চড়া হলেও কিনছেন ক্রেতারা।

মঙ্গলবার (১১ মে) সরেজমিন হিলি বাজার ঘুরে গেছে, বাজারের পুরাতন সোনালি ব্যাংক মোড়, ফলহাটি, চারমাথা মোড়সহ বিভিন্ন মোড়ে লিচুর ডালি নিয়ে বসেছেন বিক্রেতারা। রঙিন লিচু তাদের ডালিগুলোতে শোভা পাচ্ছে। প্রতি একশ' পিস লিচু বিক্রি করা হচ্ছে ১৮০ থেকে দুইশ' টাকা দরে।

বাজারে রসালো ফল লিচু বাজারে লিচু কিনতে আসা সিদ্দিক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, রমজানে সাধারণত বিভিন্ন ফলমূল দিয়েই ইফতারি করা হয়। এ কারণে ফলের বেশ চাহিদা থাকে। আর যেহেতু রমজান শেষের দিকে আর মৌসুমি সুস্বাদু রসালো ফল লিচু পাওয়া যাচ্ছে, তাই কিনতে বাজারে এসেছি।

তিনি আরও জানান, লিচুর দাম যাই হোক, সহনীয় রয়েছে। তবে লিচুগুলো এখনও পরিপক্ক না বা লিচু তেমন মিষ্টি না। শুধুমাত্র মৌসুমি ফলের স্বাদ নিতেই লিচু কেনা বলে মন্তব্য করেন তিনি।

বাজারে রসালো ফল লিচু হিলি বাজারের লিচু বিক্রেতা নাজমুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, রমজানে ফলের বেশ চাহিদা থাকে। এ কারণে রঙ ধরা মাত্রই কৃষকরা বাড়তি লাভের আশায় লিচু পেড়ে বিক্রি করে দিচ্ছেন। এখনও লিচু পরিপক্ক হয়নি, যে কারণে মিষ্টিও তেমন হয়নি। এখন শুধুমাত্র মনকে বুঝ দেওয়া যে লিচু খেলাম। বাজারে ক্রেতাদের চাহীদা থাকায় আমরাও সেসব লিচু নিয়ে এসে বাজারে বিক্রি করছি। এসব লিচু দিনাজপুর জেলাসহ আশেপাশের উপজেলাগুলো থেকে সংগ্রহ করে নিয়ে এসে বিক্রি করা হচ্ছে, তবে এখনও দিনাজপুরের আসল লিচু বাজারে আসেনি বরে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট