X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

টিকাদানের হার বিশ্বের সর্বোচ্চ, তারপরও দ্বিগুণ সংক্রমণ!

বিদেশ ডেস্ক
১১ মে ২০২১, ২০:২২আপডেট : ১১ মে ২০২১, ২০:২২

ভারত মহাসাগরের বুকে ছোট্ট দ্বীপ রাষ্ট্র সেশেলস। ১১৫টি দ্বীপ নিয়ে গঠিত পূর্ব আফ্রিকার এই দেশটির জনসংখ্যা সব মিলিয়ে এক লাখেরও কম। আফ্রিকার বাকি দেশগুলোর মতো এখানেও থাবা বসিয়েছে করোনা। জনসংখ্যা কম থাকায় প্রথমে লকডাউন এবং তারপর গণহারে টিকাদান কর্মসূচি পরিচালনায় খুব একটা বেগও পেতে হয়নি। খাতা-কলমে এই দেশটিতে এখনও পর্যন্ত টিকাদানের হার বিশ্বের সর্বোচ্চ। তবে কোভিডের দ্বিতীয় ঝাপটা আসতেই দেখা দিয়েছে নতুন দুর্যোগ।

ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও সেশেলসে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এ সপ্তাহে সংক্রমণ এক ধাক্কায় দ্বিগুণ ছুঁয়েছে। পুরো ঘটনায় সিঁদুরে মেঘ দেখছে সেশেলস সরকার। যদিও পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মুখ খুলতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

টিকা কোনও চিরস্থায়ী রক্ষাকবচ নয়। চেহারা বদলানো ভাইরাসের বিরুদ্ধে লড়তে অন্য উপায় ভাবতে হবে। ভ্যাকসিনকেই করোনা-যুদ্ধের একমাত্র ঢাল করা নিয়ে ইতিমধ্যে সুর চড়িয়েছেন অনেকে। সেশেলসের ঘটনায় সেই দাবি আরও জোরালো হতে শুরু করেছে।

অন্যদিকে এই দুর্যোগে ভারতের কপালেও চিন্তার ভাঁজ বাড়তে বাধ্য। কারণ, সেশেলসের প্রশাসন সূত্রে খবর, তারা প্রধানত দুইটি টিকার ওপর আস্থা রেখেছিলেন। তার মধ্যে একটি ভারতে তৈরি কোভিশিল্ড। অন্যটি চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি ভ্যাকসিন।

সেশেলসের জনসংখ্যার ৫৭ শতাংশ সিনোফার্ম ভ্যাকসিন নিলেও বাকিদের কোভিশিল্ডের ডোজ দেওয়া হয়।

টিকাদান কর্মসূচির শুরুতে অবশ্য আতঙ্ক বাড়েনি। কিন্তু ৭ মে থেকেই চেহারা বদলাতে থাকে। ধীরে ধীরে চড়তে থাকে শনাক্তের গ্রাফ। এমনকি সোমবার তা দ্বিগুণেরও বেশি ছুঁয়েছে বলে দাবি স্বাস্থ্য দফতরের। তাদের পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা দুই হাজার ৪৮৬। তাদের মধ্যে ৩৭ শতাংশই ভ্যাকসিনের উভয় ডোজ নিয়েছেন। বিপদ বুঝে ইতোমধ্যে দেশজুড়ে ফের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিম, স্কুল, কলেজ, শপিং মল— সবই আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

সেশেলস-এর এমন পরিস্থিতি নিয়ে এখনই বিশদ মন্তব্য করতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার টিকাদান সম্পর্কিত দফতরের প্রধান কেট ও’ব্রায়ান জানান, সেশেলসের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা এখনও বাকি আছে। তাছাড়া ভাইরাসের স্ট্রেইন এবং সংক্রমণের ভয়াবহতা বিশ্লেষণ করতে হবে। তারপরই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে কিছু বলা সম্ভব।

যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রযুক্তিতে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড নামের ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে আফ্রিকাজুড়ে গত ফেব্রুয়ারি মাসেই বিতর্ক দানা বেঁধেছিল। বি.১.৩৫১ নামে কোভিডের যে ভ্যারিয়েন্ট আফ্রিকায় ছড়িয়ে পড়ে, সেটি মোকাবিলায় এই টিকা খুব একটা সফলতা দেখাতে পারেনি। ফলে এক পর্যায়ে অঞ্চলটির অনেক দেশ নাগরিকদের কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ করে দেয়। সূত্র: দ্য ওয়াল।

/এমপি/
সম্পর্কিত
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
আরও ৩৯ জনের করোনা শনাক্ত
১১ দিন পর করোনায় আবারও মৃত্যু
সর্বশেষ খবর
সীমান্তে গোলাগুলি: নাফ নদে ঘুরে গেলো মিয়ানমারের যুদ্ধজাহাজ
সীমান্তে গোলাগুলি: নাফ নদে ঘুরে গেলো মিয়ানমারের যুদ্ধজাহাজ
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ