X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পুলিশের ফেসবুক পেজে অভিযোগ, ভুয়া ডাক্তার ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২১, ১৪:৫৫আপডেট : ১২ মে ২০২১, ১৪:৫৫

দীর্ঘদিন দাঁতের চিকিৎসা করিয়ে ফল না পাওয়ায় সন্দেহ থেকে চিকিৎসকের বিরুদ্ধে পুলিশের ফেসবুক পেজের ইনবক্সে অভিযোগ করে জানা গেলো ভুয়া চিকিৎসকের ভয়াবহ তথ্য। দাঁতের ডাক্তার না হয়েও খুলে বসেছেন চেম্বার। বাংলাদেশ পু‌লিশের এআইজি (মিডিয়া অ্যান্ড এ পাবলিক রি‌লেশন্স) মো. সো‌হেল রানা বুধবার (১২ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঘটনার শুরু

রাজধানীর দক্ষিণখানে এক গৃহবধূ গিয়েছেন দাঁতের ডাক্তারের কাছে। হাজী সি‌দ্দিক মা‌র্কেটে দামি আসবাব ও সুন্দর ডেকোরেশনে সাজানো চেম্বারটি। ইতোমধ্য কয়েকবার তাকে দাঁতও দেখিয়ে খরচ করেছেন হাজার হাজার টাকা। কিন্তু চিকিৎসায় তার খটকা লাগে। তার মনে হচ্ছিল তিনি সঠিক চিকিৎসা পাচ্ছেন না। তাই তিনি চিকিৎসক পাল্টে ফেলেন। সেই ডাক্তার পূর্বের ডাক্তারের চিকিৎসা সঠিক নয় এবং সন্দেহজনক বলে মন্তব্য করেন।

রোগী তার স্বামীকে জানালে তিনি বিষয়টি এড়িয়ে যেতে পরামর্শ দেন। কেননা, সেই ডাক্তার ও তার পরিবার এলাকায় প্রভাবশালী। তার সঙ্গে ঝামেলায় গিয়ে এলাকায় টিকে থাকতে পারবেন না, এমন শঙ্কা রোগীর স্বামীর। কিন্তু ওই রোগী গত ১১ মে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত বাংলাদেশ পুলিশ’র ফেসবুক পেজের ইনবক্সে বিষয়টি জানিয়ে বার্তা পাঠান।

তিনি অনুরোধ করেন, যেন উক্ত ডাক্তারের বিষয়টি একটু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়। তবে, ভদ্র মহিলা কোনওভাবেই থানায় নিয়মিত অভিযোগ বা মামলা করতে চাননি।

অভিযোগ পাওয়ার পর

নারীর পাঠানো ইনবক্সের বার্তা দক্ষিণখান থানার ওসি সিকদার মো. শামীম হোসেনকে পাঠিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং। পাশাপাশি, দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার বিপ্লব কুমার গোস্বামীকে পরামর্শ দেন বিষয়টি সুপারভাইজ করতে। এর প্রেক্ষিতে, ইন্সপেক্টর অপারেশন্স মো. আফতাব উদ্দিন শেখ’র নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মো. মোশাররফ হোসেনসহ পুলিশের একটি টিম সাদা পোশাকে বিষয়টি তদন্তে নামে।

তদন্তে তারা প্রাথমিকভাবে নিশ্চিত হন অভিযুক্ত ব্যক্তি পাস করা কোনও ডাক্তার নন। দাঁতের ডাক্তার হিসেবে তার কোনও প্রফেশনাল সার্টিফিকেটও নেই। এই ব্যক্তি এভাবে দীর্ঘদিন ধরে নিরীহ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। উক্ত ডাক্তারের দাবি, তিনি তার ডাক্তার বন্ধুদেরকে চিকিৎসায় সহায়তা করে থাকেন মাত্র। কিন্তু সরেজমিনে দেখা গেছে, অনুমোদিত ডাক্তার না হয়েও তিনি দাঁতের চিকিৎসা করছেন।

বাংলাদেশ পু‌লিশের এআইজি (মি‌ডিয়া অ্যান্ড এ পাব‌লিক রি‌লেশন্স) মো. সো‌হেল রানা জানান, বিষয়টি নিয়ে উপযুক্ত আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

/ইউআই/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’