X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

চারদিন যজ্ঞ করলেই আর করোনার তৃতীয় ঢেউ আসবে না: বিজেপি নেত্রী

বিদেশ ডেস্ক
১২ মে ২০২১, ১৯:৫০আপডেট : ১২ মে ২০২১, ১৯:৫০

করোনাভাইরাসের মহামারির প্রাণঘাতী দ্বিতীয় ঢেউ মোকাবিলায় হিমশিম খাচ্ছে ভারত। একদিকে হাসপাতালে বেড সংকট আবার অন্যদিকে মেডিক্যাল অক্সিজেনের সংকট ব্যাপক আকার ধারণ করেছে। বহু শ্মশানে শেষকৃত্যের জায়গা পর্যন্ত নেই। এমনকি শ্মশানের গেটে হাউসফুল লেখা নোটিস ঝুলিয়ে রাখার মতো ঘটনাও ঘটেছে। পাশাপাশি একের পর এক মরদেহ নদীতে ফেলে দেওয়ার ভয়াবহ খবরও সামনে আসছে। এমন পরিস্থিতিতে করোনার তৃতীয় ঢেউ সামাল দেওয়ার ‘উপায়’ বাতলে দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী উষা ঠাকুর। মধ্যপ্রদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী উষার দাবি, চারদিন ‘যজ্ঞ চিকিৎসা’ করলে ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে না।

ইন্দোরে একটি করোনা কেন্দ্রের উদ্বোধনের পর তিনি বলেন, ‘পরিবেশের শুদ্ধিকরণের জন্য চারদিন ধরে যজ্ঞ করুন। এটা যজ্ঞ চিকিৎসা। অতীতে আমাদের পূর্বপুরুষরা যজ্ঞ চিকিৎসার মাধ্যমেই মহামারি দূর করতেন। পরিবেশকে স্বচ্ছে করে তুলুন, তাহলে করোনার তৃতীয় ঢেউ ভারতে ছুঁতেও পারবে না।’

একইসঙ্গে তিনি জানান, করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলার জন্য যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। তিনি বলেন, ‘বিশেষজ্ঞদের মতে, এই ঢেউয়ে সর্বপ্রথম শিশুরা প্রভাবিত হবে। সেজন্য মধ্যরপ্রদেশ সরকার যাবতীয় প্রস্তুতি নিয়েছে। আমরা সাফল্যের সঙ্গে এই মহামারি কাটিয়ে উঠবো।’

সমালোচকরা বলছেন, তাহলে কি চারদিন ‘যজ্ঞ চিকিৎসা’-র প্রস্তুতি নিয়ে রেখেছে শিবরাজ সিং চৌহানের সরকার?

উল্লেখ্য, গত সপ্তাহে একটি মামলার শুনানিতে কার্যকারভাবে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য অবিলম্বে কেন্দ্র এবং রাজ্যগুলোকে প্রস্তুতি শুরুর নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট। একইসঙ্গে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই শিশুদের টিকাদান কর্মসূচি শেষ করার নির্দেশ দেওয়া হয়।

বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এমআর শাহের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যদি এখন থেকেই প্রস্তুতি সেরে রাখা হয়, তাহলে হয়তো তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করা যাবে। আর সেটার জন্য বৈজ্ঞানিক পরিকল্পনার মাধ্যমে টিকাদান করতে হবে।

দেশটির শীর্ষ আদালত বলেছে, ‘ভারতে করোনার তৃতীয় ঢেউ সামনেই আসছে। যা শিশুদের ওপর প্রভাব ফেলবে। একটি শিশু যখন হাসপাতালে যাবে, তখন তার মা-বাবাকেও যেতে হবে। তাই তাদেরও টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে। বৈজ্ঞানিক উপায়ে টিকাদানের জন্য পরিকল্পনার প্রয়োজন আছে এবং সেভাবেই প্রস্তুতি নিতে হবে।’ সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
পুতিনের জয়ে পশ্চিমাদের নিন্দা, শুভাকাঙ্ক্ষী কারা?
কলকাতায় ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৮
সর্বশেষ খবর
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেশ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার