X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে ভারত, বাংলাদেশ কোথায়?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২১, ১৬:২৮আপডেট : ১৩ মে ২০২১, ১৬:৩১

আগে থেকেই টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ছিল ভারত, বার্ষিক হালনাগাদেও কোনও পরিবর্তন আসেনি। আইসিসি প্রকাশিত বার্ষিক টেস্ট র‌্যাংকিংয়ের চূড়াতেই আছে বিরাট কোহলিরা। বাংলাদেশের অবস্থানেরও কোনও পরিবর্তন হয়নি। আগের মতো ৯ নম্বরে রয়েছে মুমিনুল হকরা। তবে পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ।

টেস্টে কোনও সাফল্য নেই বাংলাদেশের। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে ড্র করাই বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি। এছাড়া হেরেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের সব ম্যাচে। ভারতের কাছে হোয়াইটওয়াশের পর পাকিস্তানের কাছে হার এবং আবারও ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ। টেস্টের টানা ব্যর্থতার পরও র‌্যাংকিংয়ের অবস্থান হয়তো পাল্টায়নি, তবে ৫ পয়েন্ট হারিয়েছে মুমিনুলরা। বাংলাদেশের পয়েন্ট এখন ৪৬।

টেস্ট র‌্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদে ভারতের পাশে যোগ হয়েছে ১ পয়েন্ট। ১২১ পয়েন্ট নিয়ে কোহলিরা নামতে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড নতুন র‌্যাংকিংয়ে পিছিয়ে আছে মাত্র ১ পয়েন্টে। লাল বলে দুর্দান্ত সময় কাটানো কিউইদের নামের পাশে যোগ হয়েছে ২ পয়েন্ট।

১০৯ (+৩) পযেন্ট নিয়ে তিনে উঠে এসেছে ইংল্যান্ড। তাদের উন্নতিতে নিচে নেমে গেছে অস্ট্রেলিয়া। ৫ পয়েন্ট হারিয়ে ১০৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া। ৯৪ (+৩) পয়েন্ট নিয়ে পাঁচে পাকিস্তান। ছয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয় ও শ্রীলঙ্কাকে সঙ্গে সিরিজ ড্র করার পুরস্কার হিসেবে ৩ পয়েন্ট যোগ হওয়ায় আট নম্বর থেকে ছয়ে উঠে এসেছে ক্যারিবিয়ানরা, যা ২০১৩ সালের পর তাদের সেরা সাফল্য।

দক্ষিণ আফ্রিকা ৯ পয়েন্ট হারিয়ে আছে সপ্তম স্থানে (৮০)। তাদের পরেই শ্রীলঙ্কা (৭৮), হারিয়েছে ৫ পয়েন্ট। নয়ে বাংলাদেশ। আর জিম্বাবুয়ে দশ নম্বরে থাকলেও যোগ হয়েছে ৮ পয়েন্ট।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া