X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে চাপ কিছুটা কমেছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ মে ২০২১, ১৮:১২আপডেট : ১৩ মে ২০২১, ১৮:১২

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ঈদে ঘরে ফেরা মানুষের চাপ কিছুটা কমেছে এসেছে। তবে মহাসড়কে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকায় বিকল্প পরিবহন হিসেবে মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, পিকআপ ভ্যান, অ্যাম্বুলেন্সসহ ট্রাকে করে যাত্রীরা নাড়ির টানে বাড়ি ফিরছেন। তবে স্বস্তির খবর, এই দুই মহাসড়কে কোনও যানজট নেই। যে কারণে বিকল্প পরিবহনে যানজটের ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারছেন ঈদে ঘরমুখো মানুষ। গত ২৪ ঘণ্টায় মেঘনা সেতুতে যানবাহন পারাপার হয়েছে ৬৫ হাজার, যা স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ।

বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড শিমরাইল মোড়, কাঁচপুর, ভুলতা গাউসিয়া, মেঘনা টোল প্লাজা পয়েন্টে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন চলাচলের সংখ্যা অনেকটা কমেছে। যাত্রীদের অভিযোগ, করোনার কারণে সরকার আন্তঃজেলা গণপরিবহন চলাচল বন্ধ রাখায় ঈদের ঘরমুখো মানুষকে বেশি ভাড়া গুণে গ্রামে ঈদ করতে যেতে হচ্ছে।

নারায়ণগঞ্জ থেকে ফেনীগামী যাত্রী ইলিয়াছ হোসেন বলেন, ‘প্রতি বছর গ্রামে গিয়ে বাবা-মার সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করি। স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে বাড়ি যেতে ভাড়া লাগতো এক হাজার টাকা, কিন্তু এবার সেই ভাড়া গুনতে হচ্ছে পাঁচ হাজার টাকা। বছরে ঈদের সময়ই লম্বা ছুটি পাই। বাকি সময় আর গ্রামে যেতে পারি না। তাই বাধ্য হয়ে গ্রামে যাচ্ছি।’

মহাসড়কে কোনও যানজট নেই ঢাকার যাত্রাবাড়ি থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে কুমিল্লা যাচ্ছেন আনোয়ার হোসেন প্রধান। তিনি জানান, সরকার যদি গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চালু করে দিতো  তাহলে মানুষের এতো ভোগান্তি হতো না।

এদিকে মেঘনা টোলপ্লাজায় খোঁজ নিয়ে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এই সেতু পার হয়েছে ৬৫ হাজার যানবাহন। লকডাউনের এই সময় যা অস্বাভাবিক। এতে বোঝা যায়, আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকার পর কী পরিমাণ মানুষ নাড়ির টানে বাড়ি ফিরেছেন।

নারায়ণগঞ্জ কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মনিরুজ্জামান জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে দুই মহাসড়কে যাত্রী ও পরিবহনের সংখ্যা অনেকটা কম। কোনও যানজট নেই। গত দুই দিনে বেশির ভাগ মানুষ গ্রামে ফিরেছেন। এজন্য মহাসড়কে চাপ ছিল বেশি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ দায়িত্ব পালন করছে।’

এ  ব্যাপারে নারায়ণগঞ্জ  ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার সালেহ আহমেদ বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের ঢল থামতে মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। গত এক সপ্তাহে প্রায় শতাধিক বাস রাস্তায় আটক করা হয়েছে। আমার মানুষকে বোঝানোর চেষ্টা করছি,  করোনার মধ্যে যে যেখানে আছি সেইখানে ঈদ উদযাপন করি। কিন্তু অনেকেই তা মানছে না। তারা যেকোনও ভাবে গ্রামে যাওয়ার চেষ্টা করছেন।’

/এমএএ/
সম্পর্কিত
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
ঈদে মহাসড়কে পুলিশ চাঁদাবাজি করলে ব্যবস্থা নেওয়া হবে
রেলের টিকিট কিনতে ৮ ঘণ্টায় দেড় কোটি হিট
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!