X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ইসরায়েলের অভ্যন্তরেও বাড়ছে সহিংসতা

বিদেশ ডেস্ক
১৩ মে ২০২১, ১৮:৩৬আপডেট : ১৩ মে ২০২১, ১৮:৩৬
image

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী ও ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের মধ্যে পাল্টাপাল্টি বিমান ও রকেট হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যেই ইসরায়েলের বিভিন্ন শহরে আরব ও ইহুদি নাগরিকদের মধ্যে দাঙ্গা ও সহিংস সংঘাত শুরু হয়েছে। একের পর এক শহর থেকে এই ধরনের সহিংসতার খবর পাওয়া যাচ্ছে বলে খবর দিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, আক্রে শহরে আরব জনগোষ্ঠীর হামলায় এক ইহুদি নাগরিক গুরুতর আহত হয়েছে। বাত আম শহরে ইহুদি ডানপন্থী একটি গ্রুপ এক আরব ড্রাইভারকে হত্যার চেষ্টা চালিয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরায়েলি আইনপ্রণেতা আইদা তৌমা-সুলেইমান বলেন, ‘এই অবনতি নিয়ে আমরা খুবই ভীত।’ আক্রে শহরে তিনি বলেন, ‘আমি বাড়িতে আটকে আছি, আমার বাড়ির সামনেই ঘটছে। বের হওয়ার কোনও উপায় নেই। টিয়ার গ্যাসে আমার বাড়ি ভরে গেছে। এখানকার পরিস্থিতি অনিরাপদ। আজ বিভিন্ন শহরে আরব নাগরিকদের ওপর আক্রমণ হয়েছে।’

জেরুজালেম থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে তাড়িয়ে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনা থেকেই সম্প্রতি উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। পবিত্র রমজান মাসে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলা ঈদুল ফিতরের দিনেও অব্যাহত রয়েছে। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে তীব্র সংঘাতে অন্তত ৮৩ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

ফিলিস্তিনিদের ওপর অব্যাহত নিপীড়নের প্রতিবাদে ইসরায়েলের লড শহরে বুধবার বিক্ষোভ শুরু করে দেশটির আরব নাগরিকেরা। রাস্তায় চলাচল করা গাড়িতে পাথর নিক্ষেপের পাশাপাশি সড়কও অবরোধ করে দেয় তারা। শহরের মেয়র ইয়ার রিভাইবো বলেন, গত কয়েক দশকের সহাবস্থান বিঘ্নিত হচ্ছে। তিনি বলেন, ‘আরব-ইসরায়েলিদের দাঙ্গায় সিনাগগ, গাড়িসহ বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।’ ইসরায়েলি পতাকা পুড়িয়ে দেওয়া ছাড়াও কোনও কোনও জায়গায় তা নামিয়ে ফিলিস্তিনি পতাকা ওড়ানো হয়েছে বলেও জানান তিনি।

ইসরায়েলি শহরগুলোতে সহিংসতাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পুলিশকে জরুরি ক্ষমতা নেওয়ার নির্দেশ দেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘কোনও কিছুতেই ইহুদিদের ওপর আরবদের আক্রমণ এবং আরবদের ওপর ইহুদিদের আক্রমণের ন্যায্যতা দেওয়া যায় না।’ তিনি বলেন, ‘ইসরায়েলি নাগরিকদের বলতে চাই আপনার রক্ত টগবগ করলেও আমি তা পরোয়া করি না। আপনারা নিজের হাতে আইন তুলে নিতে পারেন না।’

/জেজে/
সম্পর্কিত
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
সর্বশেষ খবর
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…