X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরায়েল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২১, ২১:২১আপডেট : ১৩ মে ২০২১, ২১:২১

আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা এবং গাজায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোট। বৃহস্পতিবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে দলটির চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতি ফয়জুল্লা বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরায়েল। আর তাদের থামানো না গেলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে না।

বিবৃতিতে তারা বলেন, গত কয়েকদিন ধরে ইসরায়েল ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা করেছে। আর এখন হামাস নিয়ন্ত্রিত গাজায় নির্বিচারে বিমান হামলা করে নারী, পুরুষ ও শিশুদের গণহত্যা করছে। এরপরও মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ইসরায়েলের পক্ষেই সাফাই গাইছে। ইসরায়েলের যুদ্ধাপরাধ তাদের চোখে পড়ে না। আমরা ইহুদিবাদী ইসরায়েলের এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তারা আরও বলেন, ফিলিস্তিনিরা যখন নিজেদের অস্তিত্ব রক্ষায় রকেট ছুড়ছে, তখন তাদেরকেই দোষারোপ করা হচ্ছে। অথচ অবৈধ রাষ্ট্র ইসরায়েল অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যা চালিয়ে যুদ্ধাপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। এ ব্যাপারে ওআইসি ও আরব লীগ ও মুসলিম রাষ্ট্রগুলোরও কোন কার্যকর ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না। ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের এমন নীরবতায় আমরা বিস্মিত।

মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি, ফিলিস্তিনি হত্যা ও ফিলিস্তিনিদের বসতবাড়ি উচ্ছেদ বন্ধ এবং ফিলিস্তিনিদের দখলকৃত আবাসভূমি ফিরিয়ে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ ও দ্রুত গাজায় বিমান হামলা বন্ধে জরুরি উদ্যোগ নিতে জাতিসংঘ, ওআইসিসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে ইসলামী ঐক্যজোট।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়