X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ঈদে কত মানুষ ঢাকা ছেড়েছেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২১, ২৩:১৯আপডেট : ১৩ মে ২০২১, ২৩:১৯

এবারের ঈদ উপলক্ষে রাজধানী ঢাকা ছেড়ে গেছেন অন্তত ৬৫ লাখ মানুষ। দেশের একটি মোবাইল ফোন কোম্পানি বৃহস্পতিবার (১৩ মে) পর্যন্ত তাদের তথ্যভাণ্ডার ও কলপ্রবণতা বিশ্লেষণ করে এই হিসাব জানিয়েছে। তারা বলছে, ঢাকা ছেড়ে যাওয়া মোট মোবাইল ফোন ব্যবহারকারী  ‘ইউনিক ইউজার’ সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখে। এর মানে হলো— এক ব্যক্তির একাধিক সিম থাকলেও তাকে একজন গ্রাহক হিসেবেই গণ্য করা হয়েছে এই হিসাবে।

অপারেটরটি আরও জানায়, এই হিসাবের সঙ্গে ফোন ব্যবহার না করা তরুণ ও  শিশুর সংখ্যাও যুক্ত হবে। এক ব্যক্তির একাধিক মোবাইল ফোন থাকতে পারে, সেটিও এই হিসাবের বিবেচনায় নেওয়া হয়নি। সব মিলিয়ে এই সংখ্যা কোটির ঘর ছুঁতে পারে। তবে এবারের সংখ্যা ২০২০ সালে সাধারণ ছুটি ঘোষণার পর রাজধানী ছেড়ে যাওয়া মানুষের চেয়ে কম।

করোনা সংক্রমণ রোধে গত বছর২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর ২০ এপ্রিল পর্যন্ত এক কোটি ১০ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী ঢাকা ছেড়েছিলেন। এ বছর গত শুক্রবার (৭ মে) থেকে ঘরমুখো মানুষ ঢাকা ছাড়তে শুরু করেন। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ও তিন দিনের বেশি ছুটি না দেওয়ার কারণে ঘোষণার পরেও এই বিপুল সংখ্যক মানুষ ঈদ করতে গ্রামে রওনা দিয়েছেন।

এর আগে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। এতে তিনি লেখেন, ‘গত ৪ থেকে ১১ মে ঢাকা থেকে ঢাকার বাইরে গেছে ৬০ লাখ ৭২ হাজার ১৭৮ জন। এর মাঝে গ্রামীণের সিম ব্যবহারকারী ৪৯ লাখ ২৪ হাজার ৯৯২। রবির সিম ব্যবহারকারী ৫ লাখ ২৮ হাজার ৩৯৩, বাংলালিংকের সিম ব্যবহারকারী ৪ লাখ ৫৩ হাজার ৯১৩ এবং টেলিটক সিম ব্যবহারকারী এক লাখ ৬৪ হাজার ৮০৩ জন।’

ছবি: নাসিরুল ইসলাম

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
খাবার না খাওয়ায় বাবার ‘চড়’, মাথায় আঘাত পেয়ে শিশুর মৃত্যু
চলতি মাসেই বঙ্গবাজারে বহুতল মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন  
টানা দাবদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়