X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ঈদের যত ধারাবাহিক নাটক

বিনোদন রিপোর্ট
১৪ মে ২০২১, ০৭:০৫আপডেট : ১৪ মে ২০২১, ১৫:৪৫

ঈদ উৎসবকে ঘিরে অসংখ্য একক নাটকের সঙ্গে এবারও পাল্লা দিয়ে জমে উঠবে ৭ থেকে ১০ পর্বের ধারাবাহিক নাটক। দেশের প্রায় প্রতিটি এন্টারটেইনমেন্ট চ্যানেলে রয়েছে এক ও একাধিক বিশেষ ধারাবাহিক। সেগুলোর পরিচিতি ও প্রচার সময় তুলে ধরা হলো-

এনটিভি

ঈদের দিন (১৪ মে) থেকে ৭ দিন পর্যন্ত চলবে ‘শেফালির প্রেমিকেরা’। প্রচার হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। রচনা কাজী শাহিদুল ইসলাম, পরিচালনা সাগর জাহান। অভিনয়ে তানজিন তিশা, মুকিত জাকারিয়া, মারজুক রাসেল প্রমুখ।

রোজ রাত ৯টায় ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন’। রচনা বৃন্দাবন দাস, পরিচালনা দীপু হাজরা। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, আ খ ম হাসান প্রমুখ।

আরটিভি

ঈদের দিন থেকে ৭ দিন পর্যন্ত চলবে ‘তালমিছরি না হাওয়াই মিঠাই’। প্রচার হবে রাত ৯টা ৩০ মিনিটে। পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা প্রমুখ।

বাংলাভিশন

ঈদের দিন থেকে ৭ দিন পর্যন্ত চলবে ‘লটারি’। প্রচার হবে রোজ বিকাল ৪টা ৩০ মিনিটে। পরিচালনা জি এস চঞ্চল। অভিনয়ে মুকিত জাকারিয়া, ফারুক আহমেদ, নাবিলা ইসলাম প্রমুখ।

রোজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রচার হবে ‘হ-য-ব-র-ল’। রচনা মাসুম শাহরিয়ার, পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, তানিয়া আহমেদ, প্রভা, সাজু খাদেম প্রমুখ।

রোজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হবে ‘মিল ব্যারাক কল্যাণ সমিতি’। রচনা কচি খন্দকার, পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মোশাররফ করিম, তাসনিয়া ফারিন, ফজলুর রহমান বাবু, নওশাবা প্রমুখ।

‘বাঁশের চেয়ে কঞ্চি বড়’ প্রচার হবে রোজ রাত ৮টা ৪০ মিনিট। রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনা মাহমুদুল হাসান রানা। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, উর্মিলা প্রমুখ।

‘হঠাৎ বাদশাহ’ প্রচার হবে রোজ রাত ৯টা ৫৫ মিনিটে। রচনা ও পরিচালনা মাসুদ সেজান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া প্রমুখ।

‘আমি তোমার জন্য পাগল’ প্রচার হবে রোজ রাত ১১টায়। রচনায় কাজী শাহিদুল ইসলাম, পরিচালনা সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে নিলয়, শ্যামল মাওলা, শশী প্রমুখ।

বৈশাখী টেলিভিশন

ঈদের দিন থেকে ৭ দিন পর্যন্ত চলবে ‘সৌদি জামাই বিদায় রজনী’। প্রচার হবে রোজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। রচনা সাজ্জাদ স্বপন, পরিচালনা ফজলুল হক। অভিনয়ে মীর সাব্বির, নাদিয়া আহমেদ প্রমুখ।

‘আমার বউ সেলিব্রিটি’ প্রচার হবে রোজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনা হাসান জাহাঙ্গীর। অভিনয়ে হাসান জাহাঙ্গীর, সিমলা, নিথর মাহবুব প্রমুখ।

‘বুড়া জামাই ২’ প্রচার হবে রোজ রাত ৯টা ২০ মিনিট। গল্প টিপু আলম মিলন। চিত্রনাট্য জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা আহমেদ রোহান খান রুবেল ও হানিফ খান। অভিনয়ে জাহিদ হাসান, মীম মানতাশা প্রমুখ।

‘শিয়াল বাড়ি ২’ প্রচার হবে রোজ রাত ১০টা ৩০ মিনিটে। গল্প টিপু আলম মিলন, পরিচালনা আল হাজেন। অভিনয়ে রাশেদ সীমান্ত, মৌসুমী হামিদ প্রমুখ।

‘সুন্দরী বাঈদানী ২’ প্রচার হবে রোজ রাত ১১টা ৫ মিনিটে। গল্প টিপু আলম মিলন, পরিচালনা ফরিদুল হাসান। অভিনয়ে উর্মিলা।

নাগরিক

ঈদের দিন থেকে ৭ দিন পর্যন্ত চলবে ‘বস ইজ অলওয়েজ রাইট’। প্রচার হবে রোজ রাত ১০টায়। রচনা আনিসুল হক, পরিচালনা আশরাফী মিঠু। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, সারিকা, নিলয় আলমগীর প্রমুখ।

‘চোরের ওপর বাটপারি’ প্রচার হবে রোজ রাত ১০টা ৪৫ মিনিট। রচনা কামরুজ্জামান বাবু, পরিচালনা সোহাগ কাজী। অভিনয়ে হাসান মাসুদ, সাজু খাদেম, নাদিয়া প্রমুখ।

এটিএন বাংলা

ঈদের দিন থেকে রোজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে চলবে ‘দৌড়ের ওপর’।

রচনা পারভেজ ইমাম, পরিচালনা সোহেল তালুকদার। অভিনয়ে মীর সাব্বির, নাদিয়া, আ খ ম হাসান প্রমুখ।

রাত ৯টা ২০ মিনিট থেকে ‘পিলিয়ার’। রচনা বৃন্দাবন দাস, পরিচালনা শামীম জামান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, তানজিকা, শাহনাজ খুশি প্রমুখ।

দুটো ধারাবাহিকই চলবে টানা ১০ দিন।

চ্যানেল আই

ঈদের দিন থেকে ৭ দিন পর্যন্ত চলবে ‘কক্সবাজারে কাকাতুয়া’। প্রচার হবে রোজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। ফরিদুর রেজা সাগরের উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন আফজাল হোসেন। অভিনয়ে আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত প্রমুখ।

একুশে টেলিভিশন

ঈদের দিন থেকে ৭ দিন পর্যন্ত চলবে ‘নীলের বউ রাশি’। প্রচার হবে রোজ দুপুর ১টা ১০ মিনিটে। রচনা ইফফাত আরেফিন, পরিচালনা জাহিদ হাসান। অভিনয়ে জাহিদ হাসান, ভাবনা, সারিকা, বন্যা মির্জা, তারিন, সাদিয়া ইসলাম মৌ প্রমুখ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!