X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পরিবহন খাত নিয়ে ভাবতে প্রধানমন্ত্রীর প্রতি শাজাহান খানের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২১, ১২:০০আপডেট : ১৪ মে ২০২১, ১২:২৫

পরিবহন খাত নিয়ে ভাবতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। তিনি বলেন, ‘চলমান লকডাউনে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় এ খাতের শ্রমিক-মালিকরা আয়-উপার্জন থেকে বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতিতে শ্রমিক-মালিকদের জন্য কি করা যায়, সেটা একটু ভাববেন প্রধানমন্ত্রী।’

শুক্রবার (১৪ মে) সকালে গাবতলী বাস টার্মিনালে স্বাস্থ্যবিধি মানার শর্তে বাস চলানোর দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘আমরা লকডাউনের বিরোধিতা করছি না। লকডাউন চলাকালীন শ্রমিকরা কীভাবে চলবে, কী ধরনের সহায়তা পাবে, এ ব্যাপারে সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট কিছু আশা করছি। চলমান লকডাউনে সরকারের পক্ষ থেকে আমরা কোনও ধরনের ত্রাণ সহায়তা পায়নি। শ্রমিকদের মধ্যে ১০ টাকা দরে চাল বিক্রি হলেও কিছুটা কষ্ট লাঘব হবে তাদের।’ এ ব্যাপারে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

শাজাহান খান বলেন, ‘আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবো। একমাসের ওপর হলো দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার ভেতর যেসব পরিবহন চলছে সেগুলো আমরা স্বাস্থ্যবিধি মেনে চালাচ্ছি। কাজ বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদের পরিবারগুলো দুর্বিষহ জীবন কাটাচ্ছে।’

এ সময় গাবতলী টার্মিনালের শ্রমিক নেতারা বলেন, আমরা না খেয়ে মরতে চাই না। গাড়ি চালানোর সুযোগ চাই। কবে নাগাদ চালু হতে পারে সে ব্যাপারে আমাদের কোনও ধারণা দিলে আশ্বস্ত হতে পারতাম। লকডাউন দিলে শক্তভাবে লকডাউন দিতে হবে যেন সবকিছু বন্ধ থাকে। সব কিছু খোলা রেখে শুধু দূরপাল্লার পরিবহন বন্ধ করে আমাদের কষ্ট দেওয়া হচ্ছে।

 

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
পাপীদের সময়ে রাষ্ট্রের উন্নয়ন হয়নি: শাজাহান খান
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খান
বিএনপি শেখ হাসিনাকে খুন করে ক্ষমতা দখল করতে চায়: শাজাহান খান
সর্বশেষ খবর
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ