X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নেতা চলে যাওয়ার পর ফাঁকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২১, ১৬:২২আপডেট : ১৪ মে ২০২১, ১৬:৪৮

স্বাস্থ্যবিধি মেনে আন্তজেলা পরিবহন চালুর দাবিতে ঈদের দিন শুক্রবার (১৪ মে) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বাস টার্মিনালগুলোতে অবস্থান ধর্মঘট ঘোষণা করেছিল মালিক ও শ্রমিকরা। ঘোষণা অনুযায়ী গাবতলী বাস টার্মিনালে কর্মসূচি শুরু হলেও শ্রমিক নেতারা বক্তব্য দেওয়ার পরপরই ফাঁকা হয়ে যায় টার্মিনাল

এর আগে সকাল ১০টার পর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান গাবতলী বাস টার্মিনালে আসেন এবং শ্রমিকদের উদ্দেশে বক্তব্য দেন। এরপর তিনি চলে যান। তার চলে যাওয়ার পর শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও গাবতলী বাস টার্মিনাল এলাকা ত্যাগ করেন। সকাল ১১টার দিকে দেখা যায়, ৭/৮ জন শ্রমিক ও মালিক বসে আছেন।।

বক্তব্য রাখছেন শাজাহান খান সাড়ে ১১টার দিকে দেখা যায়, চেয়ারগুলো ফাঁকা পড়ে আছে। পরে একজন এসে চেয়ারগুলো নিয়ে যান।

প্রসঙ্গত, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার গণপরিবহন চালুর দাবিতে ঈদের নামাজ শেষে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিক-মালিকদের অবস্থান কর্মসূচির সময় ধার্য ছিল।

গাবতলী বাস টার্মিনালে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সুবর্ণ পরিবহনের মালিক লাভলু বলেন, ‘আমাদের অনুষ্ঠান শেষ। তবে ১২টা পর্যন্ত অবস্থান করার কথা থাকলেও অনেকেই চলে গেছেন। আমরাই বসে আছি, কিছুক্ষণ পর চলে যাবো।’

গাবতলী টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিকদের অবস্থান কর্মসূচি মালিক-শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দেখা যায়নি কোনও শ্রমিককে। কয়েকজন অভিযোগ করে বলেন, নেতাদের সঙ্গে যারা এসেছেন, তারা কেউই শ্রমিক না। তারা অনেকেই বহিরাগত। আজ তারা এসেছেন শুধু নেতাদের মুখ দেখাতে।

/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের মারধরে চালক-হেলপারের মৃত্যু
পুলিশ-প্রশাসনের হস্তক্ষেপে সমঝোতা, কুড়িগ্রামে বাস চলাচল স্বাভাবিক
কুড়িগ্রাম থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা