X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হাতের ছুরি বিঁধলো বুকে

গাজীপুর প্রতিনিধি
১৪ মে ২০২১, ১৭:৩৭আপডেট : ১৪ মে ২০২১, ১৭:৩৭

জবাই শেষে গরুর মাংস কাটছিলেন তিনি। কিন্তু, গরু মাংস ভাগ বাঁটোয়ারা করার আগেই প্রাণ গেলো তার নিজের। তাও আবার নিজের ছুরিতে। এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে গাজীপুরের কাশিমপুরে। ঘটনার শিকার আছিম উদ্দিন (৪৫) নামে এক মৌসুমী কসাই। বৃহস্পতিবার (১৪ মে) ঈদের দিন সকালে গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব-এ-খোদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রাণ হারানো আছিম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সলিমনগর এলাকার ওয়াজেদ মিয়ার ছেলে।

কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, আছিম উদ্দিন পেশায় অটোরিকশাচালক ছিলেন। মহানগরীর এনায়েতপুর স্কুলের পাশে মোস্তফা কামালের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। অটোরিকশা চালানোর পাশাপাশি বছরের বিশেষ দিনগুলোতে গরু কিনে নিজেই জবাই করে মাংস বিক্রি করতেন। বৃহস্পতিবার (১৪ মে) সকালে আছিম উদ্দিন ঈদ উপলক্ষে গরু জবাই করে প্লাস্টিকের টুলে বসে মাংস কাটছিলেন। অসাবধানতাবশত টুলটি তার নিচ থেকে সরে গেলে তিনি পড়ে যান। এসময় ‍শারীরিক নিয়ন্ত্রণ হারালে তার ডান হাতে থাকা ছুরিটি বুকের ডান পাশে বিদ্ধ হয়। এতে গুরুতর জখম হন তিনি। সঙ্গে সঙ্গে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব-এ-খোদা বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই অছিম মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের কাছে জন্য হস্তান্তর করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা