X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চন্দ্রিমায় তিল ধারণের ঠাঁই নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২১, ১৮:৩৮আপডেট : ১৪ মে ২০২১, ২১:০৪

রাজধানীবাসীর ঈদ উদযাপনের অন্যতম অনুষঙ্গ বিনোদন কেন্দ্রগুলো এবার দর্শনার্থীদের জন্য বন্ধ। করোনা মহামারির বিস্তার রোধে কর্তৃপক্ষ অনেক আগে থেকেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করে যাচ্ছে। তবে পরিবার-পরিজনের সঙ্গে বাসায় ঈদের আনন্দ পালনের আহ্বান জানানো হলেও অসংখ্য মানুষের ভিড় জমেছে চন্দ্রিমা উদ্যানে। এমনকি বন্ধ চিড়িয়াখানায় গিয়ে ঢোকার জন্য ভিড় করে দাঁড়িয়ে থেকে ‍ঢুকতে না পেরে ফিরে এসেছে হাজারো মানুষ।

মানুষ আর মানুষ রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ঈদের বিকালে গিয়ে দেখা যায়, কেবল মানুষ আর মানুষ। শিশু থেকে বৃদ্ধ কেউই বাদ যাননি। কমবেশি সবার সঙ্গে মাস্ক থাকলেও সেটির ব্যবহার নেই। সপরিবারে বন্ধুরা মিলে বড় গ্রুপ করে ঘুরতে এসেছে অনেকেই। লেকের দুই পাড়ে, মাঠের মধ্যে, ব্রিজের ওপরে মানুষের ভিড়।

এদিকে, দুপুর থেকে রাজধানীর চিড়িয়াখানার সামনে জড়ো হতে থাকে মানুষ। বরাবরের মতো ঈদের দিন বেড়াতে আসার অভ্যাস থেকে তারা হাজির হয়েছেন সেখানে; কিন্তু করোনা পরিস্থিতিতে চিড়িয়াখানা বন্ধ ঘোষণা থাকায় তাদের নিরাশ হয়ে ফিরতে হয়েছে।

. পাঁচ বছরের শিশুকে নিয়ে মিরপুর ১৪ নম্বর থেকে এসেছেন শরিফুল। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনায় শিশুরা এক বছরেরও বেশি সময় বের হয় না কোথাও। ঈদের দিন ঢাকা ফাঁকা শুনে এখানে এসেছিলাম। কিন্তু শুনলাম বন্ধ।’ পাশ থেকে আরেকটি গ্রুপের কয়েকজন একসঙ্গে বলতে থাকেন, ‘চিড়িয়াখানা বিশাল এলাকা, এখানে তো শপিং মলের মতো বদ্ধ পরিবেশ না। তাহলে কেন বন্ধ রাখা হবে।’ তাদের কয়েকজনকে ভেতরে যেতে দেওয়ার জন্য মিনতি করতেও দেখা যায়।

এদিকে, চন্দ্রিমায় দুপুরের পর থেকে বাড়তে থাকে ভিড়। মূলত বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়ে প্রবেশ করতে না পেরে এখানে এসেছেন অনেকে। মোহাম্মদপুর থেকে আসা মরিয়ম বলেন, ‘সকাল থেকে কিছু আনুষ্ঠানিকতা শেষ করে দুপুরে খেয়ে আমরা সবাই ঘুরতে বেরিয়েছিলাম। কোথাও তেমন কোনও জায়গা না পেয়ে এখানে এসেছি। সন্ধ্যার মধ্যেই ফিরে যাবো।’

চন্দ্রিমায় তিল ধারণের ঠাঁই নেই মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গত ২৯ মার্চ সব ধরনের জনসমাগম সীমিত করা হয়। উচ্চ সংক্রমণ আছে এমন এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করে ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এজন্য গত ২ এপ্রিল থেকে চিড়িয়াখানাটি বন্ধ করে দেওয়া হয়।

ছবি: নাসিরুল ইসলাম

 

/ইউআই/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়