X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সীমিত আকারের ঈদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২১, ১৯:৪৫আপডেট : ১৪ মে ২০২১, ১৯:৪৫

ঈদ আনন্দে যেন ভাটা পড়েছে নগরবাসীর মাঝে। তার অন্যতম কারণ ঈদে বিনোদন কেন্দ্রগুলো বন্ধ আর দেশজুড়ে আরোপ করা কঠোর বিধিনিষেধ। গণপরিবহন বন্ধ থাকায় অনেকেই যেতে পারেননি নিজ গ্রামে। তাই সেই বিষাদের ছায়াও পড়েছে নগরবাসীর মনে। আবার বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় বিকল্প কোনও জায়গা না পেয়ে খোলা আকাশের নিচে কিংবা চার দেয়ালে কাটছে অনেকের ঈদ। তাই বলাই যেতে পারে এটি সীমিত আকারে ঈদ।

 ঈদের দিন সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। দেশের সার্বিক করোনা পরিস্থিতির কারণে এবার জাতীয় ঈদগাহে ঈদের জামাতের আয়োজন করা হয়নি। মসজিদেই নামাজ আদায় করেছেন মুসল্লিরা। দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে। কিন্তু এবারও করোনা পরিস্থিতির কারণে তা হয়নি। তাছাড়া ঈদের নামাজ আদায়ের পর চিরচেনা প্রথা কোলাকুলি এবং করমর্দনেও অনীহা। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ঈদের নামাজ আদায় করলেও কোলাকুলি করার প্রবণতা কমেছে উল্লেখযোগ্য হারে।

বায়তুল মোকাররমে ঈদের  জামাত  (ছবি: নাসিরুল ইসলাম)

ঈদের নামাজ শেষে কেউ গেছেন মৃত স্বজনের কবর জিয়ারত করতে, আবার কেউ গেছেন স্বজনদের বাসায়, আবার কেউবা ফিরে গেছেন নিজের বাসায়। অবশ্য রাজধানীতে দুপুরের পর থেকে মানুষের ঘর থেকে বের হওয়ার প্রবণতা দেখা গেছে। নিজ বাসার আশেপাশে বিনোদন কেন্দ্রগুলোতে গিয়ে হতাশ হয়ে ফিরে আসার নজির পাওয়া গেছে। রাজধানীর মিরপুর চিড়িয়াখানার সামনে ভিড় করেন অনেকেই। চিড়িয়াখানা ঈদের ছুটিতে খোলা আছে মনে করে তারা ঘুরতে এসেছিলেন। কিন্তু ফেরত গেছেন হতাশ হয়ে। সেখানে অপেক্ষমাণ কল্যাণপুরের বাসিন্দা মিরাজ জানান, বাচ্চারা বের হতে চাচ্ছিল। এমনিতেই অনেকদিন ধরে তারা ঘরবন্দি। ঈদে কোথাও ঘুরতে যাওয়া তো আমাদের চিরচারিত প্রথা। তাই বাচ্চাদের নিয়ে আসছিলাম, কিন্তু চিড়িয়াখানা যে করোনার কারণে বন্ধ জানা ছিল না।

ঈদে রাজধানীর রাস্তাঘাট দিনভর আজ মোটামুটি ফাঁকাই ছিল। বিকালের পর থেকে সেই দৃশ্য কিছুটা পাল্টাতে থাকে। বন্ধ বিনোদন কেন্দ্রের পাশাপাশি রাজধানীর চন্দ্রিমা উদ্যান এবং সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম দেখা গেছে। বিনোদন কেন্দ্র সব বন্ধ থাকায় নিরুপায় হয়ে এখানে এসেছেন বলে জানিয়েছেন আগতরা। চন্দ্রিমা উদ্যানে ঈদের বিকালে গিয়ে দেখা যায়, কেবল মানুষ আর মানুষ। শিশু থেকে বৃদ্ধ কেউই বাদ যাননি। কমবেশি সবার সঙ্গে মাস্ক থাকলেও সেটির ব্যবহার নেই। সপরিবারে বন্ধুরা মিলে বড় গ্রুপ করে ঘুরতে এসেছে অনেকেই। লেকের দুই পাড়ে, মাঠের মধ্যে, ব্রিজের ওপরে মানুষের ভিড়।

অনেকেই এসেছেন উন্মুক্ত বিনোদন কেন্দ্রগুলোতে (ছবি: নাসির হোসেন)

উদ্যানে ঘুরতে আসা ফারুক জানান, বিনোদন কেন্দ্রগুলো স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করলে মনে হয় এক জায়গার উপর চাপ কম পড়তো। মানুষও কম হতো। এখানে এসে দেখি জনসমুদ্র।

/এসও/এমআর/
সম্পর্কিত
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!