X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো কিশোরের

খাগড়াছড়ি প্রতিনিধি
১৪ মে ২০২১, ২০:১৫আপডেট : ১৪ মে ২০২১, ২০:১৫

বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো খাগড়াছড়ির পানছড়ি উপজেলার এক কিশোরের। খাগড়াছড়ি-পানছড়ি সড়কের ভাইবোনছড়া বাজার সংলগ্ন মায়াবিনী লেকের লিংক রোডের প্রবেশ মুখে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয় ওই কিশোর। শুক্রবার (১৪ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ।   

নিহত কিশোর নাজমুল হোসেন নাঈম (১২) পানছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা মো. নাছির হোসেনের ছেলে। তার বাড়ি পানছড়ি উপজেলা সদরের মোহাম্মদপুর এলাকায়। নাঈম পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। চার ভাই ও চার বোনের মধ্যে সে ছিল সপ্তম।

ওসি বলেন, ‘দুপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে ব্যাটারিচালিত অটোরিকশায় পানছড়ি থেকে মায়াবিনী লেকে যাচ্ছিল নাঈম। সে সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।’ তবে এটিকে নিছক দুর্ঘটনা হিসেবে বিবেচনা করে পরিবারের পক্ষ থেকে কোনও মামলা দায়ের না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তাই কোনও আইনি প্রক্রিয়া ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের বাবা মো. নাছির হোসেন বলেন, ‘মামলা করে তো আর আমার ছেলেকে ফেরত পাওয়া যাবে না। এটি একটি দুর্ঘটনামাত্র। তাই মামলা-মোকদ্দমায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

নাছির হোসেন আরও জানান, নাঈমের বয়স যখন দুই বছর তখন তার মা মারা যায়। এরপর থেকে মা-হারা ছেলেকে বহু কষ্টে কোলে-পিঠে করে বড় করেছেন তিনি। ছোটবেলা থেকেই দারুণ মিশুক ছিল নাঈম। সকালে ঈদের নামাজ আদায় করে বাবার সঙ্গে অনেকক্ষণ খুনসুটিও করেছিল সে। পরে নানাবাড়ি এবং মামার বাড়িতে গিয়ে সবাইকে ঈদের সালামও করে এসেছে। এরপর কাউকে কিছু না বলেই বন্ধুদের সঙ্গে মায়াবীনি লেক দেখতে চলে যায় নাঈম।

এদিকে নাঈমের এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। ম্লান হয়ে এসেছে ঈদের আনন্দ। হাজারো ব্যস্ততার ভিড়েও সন্তানদের দিকে খেয়াল রাখতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন নিহত নাঈমের বাবা।

/এমএএ/
সম্পর্কিত
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!