X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘প্রবাসীদের ঈদ বলে কিছু নেই’

চৌধুরী আকবর হোসেন
১৪ মে ২০২১, ২১:২৫আপডেট : ১৪ মে ২০২১, ২১:২৫

কন্যার বাবা হয়েছেন। আনন্দের সীমা নেই বাহরাইন প্রবাসী মামুনুর রশিদের। মেয়ের সঙ্গে ঈদ করতে আগে ভাগেই ১২ মে’র ফ্লাইটের টিকিটিও কিনে রেখেছেন। মেয়ের জন্য জামা-জুতো খেলনা দিয়ে ভরেছেন লাগেজে। কিন্তু দেশে আসা হলো না আর মামুনের। ঈদের দিনে মেয়ে জন্য হাহাকারেই কাটছে তার সময়।

শুধু মামুনুর নয়, বিশ্বেজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসীদের একটি বড় অংশ ঈদের ছুটিতে বাড়িতে আসতেন। কিন্তু করোনা মহামারিতে কাজ হারানোর ভয়, ফ্লাইট চলাচলের বিধিনিষেধ, টিকিটের দাম বেড়ে যাওয়াসহ নানা কারণে এবার অনেকের দেশে আসা হবে না।

পরিবারের কাছে আসার ব্যাকুলতা থাকলেও তাদের থাকতে হচ্ছে দূর পরবাসে। তবে এতো কিছুর পরও তাদের আনন্দ একটাই-ঈদে বাড়িতে টাকা পাঠাতে পেরেছেন। পরিবারের সবাই সেই টাকায় ঈদ উদযাপন করছেন। সুফল যোগ হয়েছে দেশের অর্থনীতিতেও। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এপ্রিলে প্রবাসীরা ১৭ হাজার ৫১০ কোটি টাকা দেশে পাঠিয়েছেন।

মামুনুর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বাহরাইনে আছি সাত বছর ধরে। আমার একটা মেয়ে হয়েছে। ওকে দেখতে একমাসের ছুটি নিয়েছিলাম। ১২ মে ফ্লাইট ছিল। কিন্তু সেদিনের ফ্লাইটে উঠলে দেখা যাবে দেশে ফিরে থাকবে হবে কোয়ারেন্টিনে। সেখানে আবার আক্রান্ত হওয়ার ভয় আছে। আর আক্রান্ত হলে ফিরতে পারবো কিনা জানি না। এ ভয়ে ফ্লাইট বাতিল করে দিলাম।’

মামুনুর রশীদ বলেন, ‘লাগেজের ৭০ শতাংশ জিনিসপত্র মেয়ের জন্য কেনা। যে জামাগুলো কিনেছিল। সে তো কয়দিন পর আর পড়তেও পারবে না। বড় হয়ে যাবে।’

প্রবাসীদের দেশে ফেরা নিয়ে যত কঠোর সরকার, দেশের ভেতরে স্বাস্থ্য বিধি নিয়ে কি এতো কঠোর? প্রশ্ন মামুনুলের।

দীর্ঘদিন মালয়েশিয়ার শ্রমবাজারে সংকট বিরাজ করছে। বিগত বছরে ছুটিতে যারা দেশে এসেছিলেন তাদের অনেকে কাজে ফিরতে পারেননি। এ আতঙ্কেও অনেক প্রবাসী দেশে ফিরছেন না।

২০০৭ সালে পরিবারের হাল ধরতে বিদেশে পাড়ি দেন মো. রানা। ২০১৯ সালে দেশে এসে পরপর দুই ঈদ পরিবারের সঙ্গে করার সৌভাগ্য হয়েছিল তার। রানা বলেন, ‘ইচ্ছে ছিল এই ঈদ দেশে করবো। কিন্তু এখন দেশে গেলে যদি আর ফিরতে না পারি? নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। একেবারে দেশে চলে আসার কথা ভাবতেও পারি না।’

মো. রানা আরও বলেন, ‘মা-বাবা বলেন আসতে। কিন্তু আমি তো জানি কেন আসতে পারবো না। এখানে যতো কষ্টই হোক, মাস শেষে বেতন তো পাচ্ছি। বাড়িতে পাঠাতে পারছি। দেশে পুরোপুরি চলে আসলে কিছু করা খুব কঠিন হয়ে দাঁড়াবে।’

করোনা সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ ১২টি দেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এ ১২ দেশের তালিকায় রয়েছে ওমান, সাউথ আফ্রিকাও। নিষেধাজ্ঞার কারণে এসব দেশ থেকে কোনও যাত্রী বাংলাদেশে আসতে পারবেন না। তবে বাংলাদেশের প্রচুর প্রবাসী কর্মীর অবস্থান ওমান ও সাউথ আফ্রিকায়। নিষেধাজ্ঞার কারণে দেশে ফিরতে না পেরে ওরাও বেশ ক্ষুব্ধ।

রাতুল ইসলাম সিহাব ৫ বছর ধরে সাউথ আফ্রিকায়। টিকিট কাটলেও বিধিনিষেধের কারণে প্রায় একমাস ধরে কয়েকবার তাকে টিকিটের তারিখ বদলাতে হয়েছে।

রাতুল ইসলাম বলেন, ‘কষ্টের ব্যাপার এবারের ঈদ পরিবারের সঙ্গে হলো না। কয়েকবার ফ্লাইটের তারিখ বদলালাম।’

মাদারীপুরের সোহেল তানভীর ১০ বছর ধরে আছেন দুবাইতে। পরিবারের হাল ধরার পাশাপাশি ছোট ভাইকে পড়ালেখাও করিয়েছেন। ৯ মে দেশে আসার জন্য টিকিটও কেটেছিলেন। কিন্তু তারও ফেরা হলো না একই কারণে।’

সোহেল তানভীর বলেন, ‘ফ্লাইট বন্ধ। বাড়িতে যাওয়া হলো না। ঈদে টাকা পাঠালাম। কিন্তু দেখা যাবে বাবা-মা নতুন কাপড় কিনবে না।’

প্রায় দশ বছর ধরে প্রবাসে আছেন শিপলু আহমেদ। সৌদিআরব প্রবাসী শিপলুর সব ভালোই চলছিল। কিন্তু করোনার আঘাতে কাজ হারান তিনি। এরপর আর নতুন কাজ পাননি। বাড়াতে পারেননি ভিসার মেয়াদ। অবৈধ হয়ে পড়ায় সংকটের মধ্যে আছেন তিনি।

শিপলু বলেন, ‘দেশে ফেরার চেষ্টা করেও রছি না। অবৈধ শ্রমিকদের দেশে ফেরা কঠিন হয়ে পড়ছে। তারওপর টিকিটের দাম চড়া। এবার ঈদে বাড়িতে এক টাকাও পাঠাতে পারিনি। নিজেই পুরনো জামা পরে দিন কা কাটাচ্ছি। প্রবাসীদের ঈদ বলে কিছু নেই।’

শিপলু আরও বলেন, ‘বাংলাদেশ সরকারের পাঠানো অনুদানে কিছু দিন খেয়ে বেঁচে ছিলাম। এই যে রোবটের মতো হয়ে যাচ্ছি দিন দিন। কোনো অনুভূতি হৃদয়ে কাজ করে না। বেঁচেও যেন প্রাণহীন। বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তানের জন্য মন সারাক্ষণ পোড়ে। সন্তানকে তার মায়ের পেটে রেখে এসেছিলাম। চার বছর হতে চললো, একটিবারের জন্যও ছেলেকে কোলেও নিতে পারিনি।’

/এফএ/
সম্পর্কিত
রেমিট্যান্স প্রেরকদের জন্য আরও সুবিধা চায় সংসদীয় কমিটি
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
১৯ দিনে প্রবাসীরা পাঠালেন ১২৮ কোটি ডলার
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা