X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

১৪ মাস পর রবিবার চালু হচ্ছে হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার

হিলি প্রতিনিধি
১৫ মে ২০২১, ১৫:৩৮আপডেট : ১৫ মে ২০২১, ১৫:৪২

ভারতে চিকিৎসাসহ বিভিন্ন কাজে গিয়ে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরাতে রবিবার (১৬ মে) থেকে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট চালুর ঘোষণা দিয়েছে সরকার। এতে করে দীর্ঘ ১৪ মাস পর এই পথ দিয়ে দুদেশের মধ্যে যাত্রী পারাপার চালু হতে যাচ্ছে। করোনা সংক্রমণ ধরা পড়ার পর গত বছরের ২৩ মার্চ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। এদিকে এই পথ দিয়ে ভারতে আটকে থাকাদের দেশে ফেরার খবরে স্থানীয়রা সংক্রমণ শঙ্কায় পড়েছেন। 

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম চালু করতে এর সক্ষমতা যাচাই এবং স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পারাপার কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যেই ওই এলাকা পরিদর্শন করেছে হাকিমপুর উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা হিলি ইমিগ্রেশন চেকপোস্টের বিভিন্ন কার্যক্রম দেখেন। কীভাবে ভারত থেকে দেশেফেরা নাগরিকদের স্বাস্থ্যবিধি মানানো যায় সে বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। পরে তারা সীমান্তের শূন্য রেখাসহ ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও বিজিবির সঙ্গে আলোচনা করেন। এদিকে, আজ দিনাজপুর জেলা প্রশাসকের নেতৃত্বে একটি টিমের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনের কথা রয়েছে। 

হিলির সিপি রোডের বাসিন্দা আব্দুল খালেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনার কারণে গতবছর থেকে এই পথ দিয়ে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। এর ওপর সম্প্রতি ভারতে বেঙ্গল ভেরিয়েন্ট নামে করোনার নতুন ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। যা ভারতের পশ্চিমবঙ্গেও চলে এসেছে। প্রতিদিন এখানে শতাধিক মানুষ মারা যাচ্ছেন। আক্রান্ত হচ্ছেন কয়েক হাজার। মোট কথায় ভারতে করোনার সংক্রামণের হার গোটা বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য। এমন অবস্থায় ভারতে আটকেপড়া বাংলাদেশিদের ফেরত আনতে সরকার ১৬ মে থেকে হিলি ইমিগ্রেশন চালুর সিদ্ধান্ত নিয়েছে। যেসব ইমিগ্রেশন চালু রয়েছে, সেখান দিয়ে দেশে ফেরা অনেকেরই করোনা সংক্রমণ ধরা পড়ছে। তাই এই পথ দিয়ে তারা ফিরলে আমরা সংক্রামণ ঝুঁকিকে পড়বো। এমন অবস্থায় এলাকাবাসীর সুরক্ষার কথা ভেবে যাত্রী পারাপার বন্ধ রাখার দাবি জানাচ্ছি। অথবা দেশে ফেরাদের যথাযথ কোয়ারেন্টিন বাস্তবায়নের দাবি জানাই।’  

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে আগামী ১৬ মে থেকে ৩টি ইমিগ্রেশন চেকপোস্ট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে। এ কারণেই আমরা হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছি, যাতে স্বাস্থ্যবিধি মেনে তাদের দেশে ফেরানো যায়। সেইসঙ্গে ভারত থেকে দেশে ফেরা যাত্রীদের কোয়ারেন্টিন নিশ্চিতের জন্য হোটেল নির্ধারণ করা, আবার ভারত থেকে দেশে ফেরা কোনও যাত্রীর করোনা শনাক্ত হলে তাকে কোথায় রাখা হবে সে বিষয়গুলো নির্ধারণের লক্ষ্যেই পরিদর্শন করা। আমরা মোটামুটি সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এর পরও জেলা থেকে ডিসি স্যারসহ অন্যরা আজকে আসবেন। এ বিষয়ে তারা আরও কী কী করণীয় রয়েছে, সে বিষয়ে নির্দেশনা দেবেন। সেই মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

/আইএ/
সম্পর্কিত
হিলিতে প্রথমবার কিনোয়া ও চিয়া সিড চাষ, নতুন সম্ভাবনা
বঙ্গবন্ধুর জন্মদিনে দুই স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
কাউন্সিলরকে মারধরের আসামি গ্রেফতার, একদিন পর নাগরিক সেবা চালু
সর্বশেষ খবর
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’